শিরোনাম
◈ ভারত এশিয়া কাপ না খেলার  মি‌ডিয়ার গুঞ্জন উড়িয়ে দিলো বি‌সি‌সিআই ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর জবাবে বাংলাদেশে পাল্টা ছাড়ের পরিকল্পনা ◈ রেকর্ড রান করেও আমিরাতের কাছে হারল বাংলাদেশ ◈ বায়রার সংবাদ সম্মেলন ঘিরে মারামারি, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ◈ সেই ছাত্রীর সাথে আ'পত্তিকর অবস্থায় ধরা পড়ার ব্যাখ্যা দিলেন শিক্ষক (ভিডিও) ◈ জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও  ◈ ইশরাক ভাই-তাবিথ ভাইদের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রনেতাদের বাসা ভাড়া দিয়েছি: নুরুল হক নুর (ভিডিও) ◈ এবার নুসরাত ফারিয়াকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য! ◈ বড় সুখবর পেলেন প্রবাসীরা ভোটার হওয়া নিয়ে  ◈ বিনিয়োগবান্ধব বাজেট আসছে, অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করার প্রস্তাব

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৪, ০২:৫৫ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পাশেই কুপিয়ে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরে তাজবির হোসেন শিহান (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ৫টা ১৫ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তাজবির হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৫টা ১৫ মিনিটে শিহান বাড়ি থেকে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে মাজার রোডের সামনে ধারালো অস্ত্র নিয়ে পাঁচ যুবক তাকে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে মৌচাক পুলিশ ফাঁড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক জানান, ধারালো অস্ত্র নিয়ে পাঁচজন যুবক শিহানকে মৌচাক মাজার রোডের মাথা থেকে ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পশ্চিমে হানিফ স্পিনিং-এর গেটের সামনে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হলেও ভোর সাড়ে ৬টায় ঘটনাস্থলে আসেন মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা। তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার না করে হাইওয়ে পুলিশকে খবর দেয়। 

কিন্তু হাইওয়ে পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ড বলে মরদেহ উদ্ধার করেনি। এ সময় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনাস্থলে গেলে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি রিয়াদ মাহমুদ বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উৎস: দৈনিক আমাদের সময়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়