শিরোনাম
◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৫:০২ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোল্ডেন ধান চাষ করে সফল হয়েছেন মধুপুরের কৃষক ডা: শফিকুল ইসলাম

লিয়াকত হোসেন জনী, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি : একই জমিতে তিন ফসল, এ যেনো এখন কৃষকের স্বপ্নের এক বাস্তবতা। প্রতি বছরই এখন কৃষকরা এক জমিতে তিন ফসল আবাদ করছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের কুড়িবাড়ি গ্রামের কৃষক, ডাক্তার শফিকুল ইসলাম এবার তার একই জমিতে তিন ফসলি হিসবে আমন মৌসুমে আবাদ করছেন উন্নত মানের গোল্ডেন জাতের ধান। তিনি এ মৌসুমে প্রায় দশ বিঘা জমিতে এ গোল্ডেন জাতের ধান আবাদ করেছেন। এবং দারুণ ভাবে সফলও হয়েছেন।

তিনি জানান, প্রতি বিঘা জমিতে এ জাতের ধান প্রায় ত্রিশ মন উৎপাদন হয়ে থাকে। অন্যান্য ধানের চেয়ে এ ধান আবাদে উৎপাদন খরচ ও শ্রমিক খরচ কম লাগে। এ ধান আবাদের পর সময়মতো সিরষার আবাদও করা যায়। তাই সুবিধাজনক ভাবেই এক জমিতে তিন ফসল আবাদ এখন অনেকটা সহজ হয়েছে।

নাইম ইসলাম জানান, তার মামা একজন সরকারি হাসপাতালের চিকিৎসক হয়েও কৃষিতে তার ব্যাপক আগ্রহ। তিনি জমিতে আবাদের জন্য নতুন নতুন জাত এনে থাকেন। এবার তিনি উন্নত মানের গোল্ডেন জাতের এ ধান আবাদ করেছেন। এবং একই জমিতে আমার দেখা মত তিন ফসল আবাদ করছেন।আর এ তিন ফসল আবাদে তিনি সফল ও হয়েছেন। তার এ আবাদ দেখে এখন আমরা এলাকাসী তিন ফসল আবাদে আগ্রহী হচ্ছি।

কৃষক মো. মোফাজ্জল হোসেন জানান, আমরা দেখছি ডাক্তার শফিকুল ইসলাম সাহেব তার জমিতে নতুন এই ধান আবাদ করেছেন। এতে  অনেক ফলনও পাইতেছেন এবং  দেখতেও অনেক  সুন্দর। তাছাড়া  এই ধান রোরো, আউশ,আমন এ  তিন মৌসুমে একই ভাবে আবাদ হয়। তাই এই আবাদে এখন আমরাও আগ্রহী।

উপসহকারী কৃষি অফিসার,মো. আনিসুর রহমান জানান, মধুপুরে ডাক্তার শফিকুল ইসলামই প্রথম গোল্ডেন জাতের এ ধান আবাদ করেছেন। আমরা কৃষি অফিস সার্বক্ষণিক আধুনিক চাষ পদ্ধতি ও রোগবালাই দমনের জন্য পরামর্শ প্রদান করে আসছি। আমার দেখা মতে এ ধানের ফলন অনেক ভালো। তাই আগামীতে গোল্ডেন জাতের ধান কৃষকের মাঝে সম্প্রসারণ করতে পারলে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষককুল  লাভবান হবে বলে মনে করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়