শিরোনাম
◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ১২:২৩ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলাপাড়ায় অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী মহিব সহ ২০ জনের বিরুদ্ধে মামলা

জাকারিয়া জাহিদ, কলাপাড়া পটুয়াখালী : কলাপাড়ায় ৬ কোটি ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী, ব্যাংকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য সহ ২০ জনের বিরুদ্ধে মামলা। গত মঙ্গলবার কলাপাড়া আদালতে ভুক্তভোগী মো.জুয়েল মৃধা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এতে সাবেক মন্ত্রী মো.মহিববুর রহমান মহিব, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, ব্যাংকার তরিকুল ইসলাম হিরন, সাবেক এপিএস তরিকুল ইসলাম, ধানখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.রিয়াজ তালুকদার, ধুলাস্বর ইউনিয়ন পরিষদের সদস্য মো.নুরুদ্দিন, মো.মোস্তাক হাং, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো.আশিক তালুকদার, লালুয়া ইউপি সদস্য মো.লিটন সাউগার, মো.কামাল তালুকদার, বাদল মিয়া, মো.জাকির মৃধা সহ বিশজনকে আসামী করা হয়। মামলা নং ১৫৫৭/২০২৪।

মামলা সূত্রে জানা যায়, লালুয়া ও ধানখালী এলাকার পায়রা বন্দর এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহনকৃত জমি ও ঘর মালিকদের জিম্মি করে ২০% হারে চাদা দাবি করে অধিগ্রহনকৃত টাকা উত্তোলন করিয়া দেয়ার প্রস্তাব দেয়। এতে বাদী ও স্বাক্ষীরা রাজি না হলে তাদের খুন জখমের ভয়ভীতি দেখায় এবং বাদীকে আটক করে তাহার কাছ থেকে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর রাখে। পরবর্তীতে তাদের ঘরের বরাদ্ধকৃত ৮০ লক্ষ টাকা আত্মসাৎ করে। পরে চান্দুপাড়া মৌজার ৪২৭/৪২৮ খতিয়ানে বাদীর ১২ একর ভূমির অধিগ্রহনের ৬ কোটি টাকা আসামীরা সকলে মিলে এল এ অফিস হইতে উত্তোলন করে আত্মসাৎ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়