শিরোনাম
◈ আমাদের সমুদ্র সোনার খনি:‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ◈ এ এক অন্য রকম আয়নাবাজী: ১২ বছর ধরে অন্যের নামে বাংলাদেশ ব্যাংকে চাকরি, অবশেষে ফাঁস হলো প্রতারণা ◈ পল্লী বিদ্যুতের চেয়ারম্যান অপসারণের আল্টিমেটাম ◈ অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা পেতে যাচ্ছেন সুখবর ◈ টেকনাফ স্থলবন্দরে অচলাবস্থা: কর না পেয়ে পণ্য আটকে দিচ্ছে আরাকান আর্মি ◈ পাহাড়ধস ও জলাবদ্ধতার সতর্কতা, ১১ জেলায় বন্যার শঙ্কা ◈ অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ◈ জামাতের সঙ্গে ঐক্যে বিতৃষ্ণা: নতুন দল এনসিপি-কে বর্জনের ঘোষণা সংগীতশিল্পী সায়ানের, ভোট না দেওয়ার আহ্বান ◈ অনলাইনে ইলিশ বিক্রির নামে পেইজ খুলে অভিনব প্রতারণা, ৮ প্রতারক গ্রেপ্তার ◈ দেশের বিভিন্ন স্থানে অনেকেই চাঁদাবাজি করে বিএনপির নাম ব্যবহার করে: মির্জা আব্বাস 

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৪, ০২:০০ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী সাহেদের সাথে বিয়ের পিঁড়িতে বসা হলো না তামান্নার, জানাজায় অংশ নিলেন পাত্র

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকার ইসরাত জাহান তামান্নার (২২) সঙ্গে আগামী ১৬ ডিসেম্বর বিয়ের দিন ধার্য ছিল ওমানপ্রবাসী যুবক মোহাম্মদ সাহেদের। বিয়ের অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়। ওমান থেকে দেশে ফেরার প্রস্তুতি নেন সাহেদ। কিন্তু কে জানত, এর মধ্যেই ডেঙ্গু কেড়ে নেবে তামান্নার প্রাণ! তামান্নার মৃত্যুর খবর শুনেও দেশে এসেছেন সাহেদ। তবে অংশ নিয়েছেন হবু স্ত্রীর জানাজায়। 

তামান্না মাদাম বিবিরহাটের দিদারুল আলমের মেয়ে। আর চট্টগ্রাম নগরীর বলিরহাট এলাকার আব্দুর রহিমের ছেলে সাহেদ। 

পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন আগে হঠাৎ তামান্নার শরীরে জ্বর চলে আসে। দিন দিন অবস্থার অবনতি হলে একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষায় তাঁর ডেঙ্গু ধরা পড়ে। পরে তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হলে নেওয়া হয় আরেকটি ক্লিনিকে। এর মধ্যে আইসিইউতে থাকা অবস্থায় গত বুধবার রাতে মারা যান তামান্না। 

সাহেদ জানান, বিয়ের জন্য ওমান থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু ওমান বিমানবন্দরে পৌঁছে জানতে পারেন ডেঙ্গু কেড়ে নিয়েছেন তাঁর হবু স্ত্রীকে। তার পরও দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি। বৃহস্পতিবার সকালে পৌঁছান চট্টগ্রাম বিমানবন্দরে। এর পর সরাসরি তামান্নার জানাজায় অংশ নেন। সকাল ১১টার দিকে মাদাম বিবিরহাট শাহাজাহানী শাহ (র.) মাজার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। 

তামান্নার মামা শাহেদ মিয়া বদি বলেন, 'মনকে বোঝাতে পারছি না। ভাগনিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু ভুল চিকিৎসার কারণে আমার ভাগনি মারা যায়। যেখানে আমার ভাগনি বধূ সেজে বরের বাড়িতে যেত, আজ তাকে কবরে যেতে হলো।'  উৎস: সমকাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়