শিরোনাম
◈ বিশ্বকাপে সর্বনিম্ম ৬০ ডলারের টিকেট ছাড়লো ফিফা  ◈ রাতারাতি বদ‌লে গে‌লো ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট ◈ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না হওয়ার সম্ভাবনা  ◈ দুটি ইস্যুতে উত্তপ্ত ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক, বাড়ছে টানাপোড়েন ◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ আনিস আলমগীরের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি সিপিজের ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৪, ১২:১৩ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার নাম ব্যবহার করে প্রতারণার, লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট : প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও উচ্চ পদস্থ ব্যক্তিদের নাম এবং ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক জাকিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জাকিরুল ইসলাম লালমনিরহাট জেলা ছাত্রসমাজের সাবেক আহ্বায়ক এবং জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।

এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের তথ্য ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গতকাল রাতেই লালমনিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার জাকিরুলকে থানায় জমা দেয়ার পর পরই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়