শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০৪:১৯ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্বৃত্তের গুলিতে তিন ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে এক বিবৃতিতে দাবি করেছেন সংগঠনটির মুখপাত্র নিরন চাকমা।

বিবৃতিতে দাবী করা হয়, একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় ঢুকে ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়।

এতে ঘটনাস্থলে সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা নিহত হন। নিহত ব্যক্তিরা পাহাড়ের আঞ্চলিক দল ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’ (ইউপিডিএফ) এর কর্মী ছিলেন। তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। 

লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমি ধর ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে গুলির শব্দ শোনা যায়।

পরে জানা গেছে, ওই ঘটনায় এলাকার ৩ জনকে হত্যা করা হয়েছে। এখনো কেউ মরদেহ উদ্ধার করতে আসেনি বলেও জানান তিনি।

পানছড়ি থানার ওসি মো: জসিম উদ্দিন জানান, তারা গোলাগুলির খবর শুনেছেন। এলাকা দুর্গম হওয়ায় সেখানে যেতে সময় লাগবে।

ইউপিডিএফর জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীদের দায়ী করেছেন। এদিকে ইউপিডিএফ এর ৩ কর্মীকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়