গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধিঃ জেলার আশুগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে পাচারকালে ১৯৪ বোতল ফেনসিডিল, ভারতীয় ১০৭০ পিস চকোলেটসহ নগদ অর্থ উদ্ধার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। এ সময় ৪ মাদক পাচারকারীর ৩ জনকে আটক করা হয়েছে। বাকি ১ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার ( ২৯ অক্টোবর) বিকেলে আশুগঞ্জের লালপুর হোসেনপুর চ্যাংড়ামোড়া উত্তরপাড়া ধন মিয়া হাজি দোকানের সামনে কাঁচা রাস্তার উপর এবং ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা থেকে পৃথক পৃথক অভিযানের তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের শরীয়তনগর এলাকার
কাজী আব্দুল মজিদের ছেলে মোঃ ফাহিম (২০), নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দরগাহ বাজার এলাকার নুর মোহাম্মদের ছেলে আলম (৫০), ও ডিএমপি ঢাকা জেলার ডেমরা উপজেলার পশ্চিম টেংরা গ্রামের জালাল আহাম্মদের ছেলে মোঃ শওকত আকবর (৪৮)। পলাতক আসামী হল মো: সৈকত (২৪)।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ বিল্লাল হোসেন জানান, আশুগঞ্জের লালপুর ও সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় পৃথক পৃথক অভিযানে তল্লাশির সময় প্রথমে একজনের কাছে তল্লাশি করে ১৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে জিপগাড়ি তল্লাশি করে দুইজনের কাছ হতে ১০৭০ পিস ভারতীয় কেডবরিস ডেইরি মিল্ক চকোলেট ও নগদ ৪০০০০/- টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মাদক, ভারতীয় চকোলেট ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।