শিরোনাম
◈ ২০১৯ থেকে ২০২৫: ৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, নগদ অর্থ বেড়েছে ৩ গুণের বেশি ◈ লা লিগার ঐতিহ্যবাহী ক্লাব সে‌ভিয়ার মালিক হচ্ছেন সা‌র্জিও রামোস!  ◈ ঢাকায় জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস ◈ বিদ্রোহী প্রার্থী সামাল দিতে পারবে বিএনপি? ◈ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, এক আসনে লড়ছেন ২৪ জন ◈ শেষ ষোলয় সেনেগালকে হারা‌তে চায় সুদান ◈ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট মুস্তাফিজের ◈ গাজায় ত্রাণ সংস্থা নিষিদ্ধ করায় নেতানিয়াহুকে 'ফেরাউন' বললেন এরদোগান ◈ অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার খাজা বললেন, আমি গর্বিত মুসলিম  ◈ চলতি মাসে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৪, ১২:৪২ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবহাওয়া নিয়ে  দুঃসংবাদ:  লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস

আগামী সপ্তাহজুড়ে দেশের প্রতিটি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবাহাওয়াবিদদের মতে, ধীরে ধীরে এই বৃষ্টিপাতের পরিমান বাড়বে। এতে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে। 

আবহাওয়ার সিপটিক অবস্থায় বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনিভূত হয়ে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

আগামী তিন দিনে এটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপ আকার ধারণ করতে পারে। 
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, এই লঘুচাপের কারণে আকাশে মেঘের সৃষ্টি হবে এবং দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে। লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হলে বৃষ্টিপাতের পরিমানও বৃদ্ধি পাবে। তবে এই নিম্নচাপ বাংলাদেশে খুব বেশি প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

 আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৫ শতাংশ স্থান পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলানার পাশাপাশি রাজশাহীতেও ৫০ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার তা আরো বেড়ে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট এই চার বিভাগের ৭৫ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

বাকি চার বিভাগেও অস্থায়ী দমকা হাওয়াসহ ৫০ শতাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

পূর্বাভাসে আরো বলা হয়, বৃষ্টিপাতের কারণে ধারাবাহিকভাবে দিনের ও রাতের তাপমাত্রা কমে আসবে। পরবর্তী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়