শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪, ১০:০৯ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ দিন ছুটির পর আবারও বেনাপোল বন্দরে ফিরেছে  কর্মব্যস্থতায় 

আইরিন হক, বেনাপোল(যশোর) প্রতিনিধি:: দূর্গা পুজার টানা ৫  দিন ছুটি শেষে আবারো সচল হয়েছে বেনাপোল বন্দরের সাথে ভারতের আমদানি,রফতানি বাণিজ্য। এতে নিস্তেজ হয়ে পড়া বন্দরে ফিরেছে কর্ম চাঞ্চল্য। এদিকে ৫ দিন বন্ধের কারনে  বন্দরে বেড়েছে পণ্যজট। তবে ব্যবসায়ীরা যাতে দ্রুত তাদের আমদানি পণ্য খালাস নিতে পারেন  সংশিষ্টদের নির্দেশ দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। 

জানা যায়,দেশের স্থলপথে ভারতের সাথে যে বানিজ্য হয় তার ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৫ ০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ৩০০ ট্রাক পণ্য রফতানি হয়। আমদানি পণ্য থেকে সরকারের প্রায় ৭ হাজার কোটি টাকা রাজস্ব আসে। তবে শারদীয় দূর্গাপুজার কারনে ভারত-,বাংলাদেশ মিলে টানা ৫ দিন ছুটির কারনে বুধবার থেকে রোববার পর্যন্ত টানা ৫ দিন ছুটির কবলে  পড়ে বন্দরটি। আজ  ছুটি শেষ হওয়ায়  আবারো দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল বন্দর থেকে রফতানি পণ্য নিয়ে ট্রাক যাচ্ছে ভারতের পেট্রাপোল বন্দরে। ভারত থেকেও বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ট্রাক আসছে বেনাপোল বন্দরে। পরবর্তীরের পণ্যের রাজস্ব পরিশোধ করে এসব পণ্য নেওয়া হচ্ছে দেশের বিভিন্ন গন্তব্যে। আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পকলকারখানার কাচামাল, তৈরী পোশাক,গার্মেন্টস,শিশু খাদ্য,মাছ কেমিকেলসহ বিভিন্ন ধরনের পণ্য। রফতানি পণ্যের মধ্যে পাট,পাটরতৈরী পণ্য,গার্মেন্টস,তৈরী পোশাক,কেমিকেল, বসুন্ধারা টিসু,মেলামাইন, মাছ উল্লেখ্য যোগ্য। 

পণ্যবাহী ট্রাক চালক রহমত জানান,পুজার ছুটির কারনে তিনি বেনাপোল ৫ দিন বন্দরে আটকা পড়েছিলেন। এখন  বন্দর খোলায় রফতানি পণ্য নিয়ে ভারতে যাচ্ছেন।


বেনাপোল আমদানি,রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ৫ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোল বন্দর অভ্যন্তরে পণ্যজট ও যানজট দেখা দিয়েছিল। সোমবার সকাল থেকে বানিজ্য শুরু হওয়ায় এ পণ্যজট কুমতে শুরু করেছে।

বেনাপোল বন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) কাজী  রতন জানান, বন্দরের যারা পুজার ছুটিতে ছিলেন তারা কর্মস্থলে ফিরেছেন। দ্রুত যাতে  ব্যবসায়ীরা পণ্য খালাস  নিতে পারেন সংশিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়