শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভৈরবে সাত মামলার আসামি গ্রেফতার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিামণ গাঁজা, ফেনসিডিল ও নগদ টাকাসহ সাত মামলার আসামি সাইফুল মিয়াকে (৩৩) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতার সাইফুল ইসলাম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঘোড়াকান্দা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।

সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১১ টার দিকে ভৈরবের ঘোড়াকান্দা রানীর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াকান্দা রানীর বাজার এলাকায় যৌথ অভিযান চালানো হয়।

এ সময় সাইফুল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে তার বাড়ি থেকে ৫৫ কেজি গাঁজা, ১৮৪ বোতল ফেনসিডিল, নগদ ১ লক্ষ ৭৮ হাজার ৭২০ টাকা, একটি সামুরাই তরবারি, ২ টি চাকু, ১ টি কাঁচি, ১ টি ওয়েট মেশিন ও চারটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাইফুল মিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার নামে চারটি মাদক মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

গ্রেফতারের পর তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়