শিরোনাম
◈ পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে সাভারে ২ জনের মরদেহ উদ্ধার ◈ ফাঁকা আসনে প্রার্থী ও যৌথ ইশতেহার চূড়ান্তের পথে ১০ দলীয় জোট ◈ যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ ◈ ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ◈ রোহিঙ্গা সংকট: আদালতের রায় নয়, প্রত্যাবাসনই বড় চ্যালেঞ্জ ◈ পার্টি নিষিদ্ধ, ব্যক্তি নয়: লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি মাছউদ ◈ আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল রাতে মুখোমুখি মরক্কো ও সেনেগাল ◈ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে : তারেক রহমান ◈ প্রার্থী বা এজেন্টদের দেওয়া খাবার খেতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে তিন অভিযোগে ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভৈরবে সাত মামলার আসামি গ্রেফতার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিামণ গাঁজা, ফেনসিডিল ও নগদ টাকাসহ সাত মামলার আসামি সাইফুল মিয়াকে (৩৩) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতার সাইফুল ইসলাম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঘোড়াকান্দা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।

সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১১ টার দিকে ভৈরবের ঘোড়াকান্দা রানীর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াকান্দা রানীর বাজার এলাকায় যৌথ অভিযান চালানো হয়।

এ সময় সাইফুল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে তার বাড়ি থেকে ৫৫ কেজি গাঁজা, ১৮৪ বোতল ফেনসিডিল, নগদ ১ লক্ষ ৭৮ হাজার ৭২০ টাকা, একটি সামুরাই তরবারি, ২ টি চাকু, ১ টি কাঁচি, ১ টি ওয়েট মেশিন ও চারটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাইফুল মিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার নামে চারটি মাদক মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

গ্রেফতারের পর তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়