শিরোনাম
◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত ◈ লন্ডন আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য নিয়ে যা বললেন জাইমা রহমান ◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভৈরবে সাত মামলার আসামি গ্রেফতার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিামণ গাঁজা, ফেনসিডিল ও নগদ টাকাসহ সাত মামলার আসামি সাইফুল মিয়াকে (৩৩) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতার সাইফুল ইসলাম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঘোড়াকান্দা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।

সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১১ টার দিকে ভৈরবের ঘোড়াকান্দা রানীর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াকান্দা রানীর বাজার এলাকায় যৌথ অভিযান চালানো হয়।

এ সময় সাইফুল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে তার বাড়ি থেকে ৫৫ কেজি গাঁজা, ১৮৪ বোতল ফেনসিডিল, নগদ ১ লক্ষ ৭৮ হাজার ৭২০ টাকা, একটি সামুরাই তরবারি, ২ টি চাকু, ১ টি কাঁচি, ১ টি ওয়েট মেশিন ও চারটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাইফুল মিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার নামে চারটি মাদক মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

গ্রেফতারের পর তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়