শিরোনাম
◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও) ◈ আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা: কী করা যাবে, কী যাবে না ◈ হেয়ারকাট সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ◈ এক হত্যার বলি তিন পরিবার: ঝালকাঠিতে ১১ জন গুমের নেপথ্যকথা ◈ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান, এম এ জি উসমানী'র কবর জিয়ারত ◈ সারাদেশে যেসকল নেতাকর্মীকে বহিষ্কার করল বিএনপি ◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে?

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৮:৫৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভৈরবে সাত মামলার আসামি গ্রেফতার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিামণ গাঁজা, ফেনসিডিল ও নগদ টাকাসহ সাত মামলার আসামি সাইফুল মিয়াকে (৩৩) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতার সাইফুল ইসলাম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঘোড়াকান্দা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।

সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১১ টার দিকে ভৈরবের ঘোড়াকান্দা রানীর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াকান্দা রানীর বাজার এলাকায় যৌথ অভিযান চালানো হয়।

এ সময় সাইফুল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে তার বাড়ি থেকে ৫৫ কেজি গাঁজা, ১৮৪ বোতল ফেনসিডিল, নগদ ১ লক্ষ ৭৮ হাজার ৭২০ টাকা, একটি সামুরাই তরবারি, ২ টি চাকু, ১ টি কাঁচি, ১ টি ওয়েট মেশিন ও চারটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহ জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাইফুল মিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার নামে চারটি মাদক মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

গ্রেফতারের পর তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়