শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৪, ০৪:০৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের অধিকার নিজেকেই প্রতিষ্ঠা করতে হবে : প্রফেসর আবদুত তাওয়াব

সনত চক্র বর্ত্তী  (ফরিদপুর) প্রতিবেদক : নিজেদের অধিকার নিজেকেই প্রতিষ্ঠা করতে হবে, সংখ্যালঘু সংখ্যাগুরু এ হীনমন্যতা পরিহার করে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবার সমানাধিকার রয়েছে এই সাম্য প্রতিষ্ঠা করুন। তবে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে চেষ্টা করলে আমরা ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করে দুষ্কৃতকারীদের আইনের হাতে তুলে দিবো। আপনার অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সার্বিক সহযোগিতা করবে এ প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি- এমন কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য  প্রফেসর আবদুত তাওয়াব।
 
হিন্দু ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শঙ্কাহীন ও নির্বিঘ্নে উদযাপন করতে বোয়ালমারী পূজা উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছে বাংলাদেশ জামায়েতের ইসলামী ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
 
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার আয়োজনে বোয়ালমারী নিউ মার্কেট চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল ওহাব, বোয়ালমারী পুজা উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার সাহা, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মো. ইমারত হোসেন চৌধুরী, বোয়ালমারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু,  পুজা উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর রবীন লস্কর, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কৃষ্ণ সাহা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়