শিরোনাম
◈ জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, ক্ষমতায় গেলে নজরদারির হুঁশিয়ারি মার্কিন কূটনীতিকের ◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও)

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫১ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন অস্ত্রসহ আটক

জিয়াবুল হক, টেকনাফ : পার্শ্ববর্তী দেশ মিয়ানমার নাগরিক আলোচিত কুখ্যাত সন্ত্রাসী নবী হোসেনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এসময় তার সন্ত্রাসী সংগঠনের অন্যতম সদস্য তার ভাইকেও অস্ত্র-গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হয় রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

রোববার (১ সেপ্টেম্বর ) সকালের দিকে তাদের গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের উপ-অধিনায়ক এসপি আরেফিন জুয়েল।
আটককৃতরা হচ্ছে- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ক্যাম্প-৮/ওয়েস্ট-এর বি ব্লকের বাসিন্দা মৃত মোস্তাক আহমেদের পুত্র নবী হোসেন (৪৭) ও তার ছোট ভাই সৈয়দ হোসেন প্রকাশ ভুলু (৪৫)।

জানা যায়, কুখ্যাত রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন মিয়ানমারে প্রতিষ্ঠিত সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা আর্মির (এআরএ) মুলহোতা। তার বিরুদ্ধে মাদক পাচার ও উখিয়া-টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প গুলোতে মানুষ হত্যা, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি উক্ত অপরাধে জড়িত থাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এব্যাপারে ১৪ এপিবিএনের উপ-অধিনায়ক এসপি আরেফিন জুয়েল বলেন, শনিবার ৩১ আগস্ট ভোররাতের দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের অন্তর্গত ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প ৮-এর বি ব্লক থেকে এই দুই সহোদরকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক দুই সন্ত্রাসীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। নবী হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা, মাদক পাচার ও বিভিন্ন অপরাধে অভিযুক্ত থাকার দায়ে একাধিক মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য:-বিগত ২০২২ সালে কুখ্যাত এই রোহিঙ্গা সন্ত্রাস নবী হোসেনকে ধরার জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণাও করেছিল সীমান্ত প্রহরী বিজিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়