শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৪:১৮ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মৎস্য অবমুক্ত

সাবেত আহমেদ, গোপালগঞ্জ: [২] নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়। 

[৩] বুধবার সকালে শহরতলীর নবীনবাগের হেলিপ্যাড এলাকায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। 

[৪] র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

[৫] জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম। 

[৬] বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুব আলী খান, মৎস্য ও ডিপ্লোমা ইনিস্টিউটের অধ্যক্ষ মো. সাজদুর রহমান, দেশীয় প্রজাতির মাছ ও শামুক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খালিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবীর, বীরমুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য শেখ রুহুল আমিন, কৃষকলীগের সভাপতি লুতফর রহমান গনজর প্রমুখ। 

[৭] পরে তিন সফল মৎস্যচাষীকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। এসময় শতাধিক মৎস্যচাষী এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়