শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ১১:০১ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চৌগাছায় দুই কিশোরকে ফেরত দিল বিএসএফ

বাবুল আক্তার, চৌগাছা (যশোর): [২] যশোরের চৌগাছা ভারত সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই কিশোর মাদ্রাসা ছাত্রকে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশের গদাধরপুর সীমান্ত ও ভারতের লক্ষীপুর উত্তরপাড়া সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

[৩] ফেরত দেওয়া মাদ্রাসা ছাত্ররা হলো ঢাকা গাজীপুর সিটি কর্পোরেশন ১৫৬ আমবাগ নীলনগর ১৩৪৬ অঞ্চল ০৭ কোনাবাড়ীর মরজান আলীর ছেলে ওবায়দুল্লাহ (১৭) ও মাগুরা জেলার শালিকা উপজেলার গোড়াগালি গ্রামের মোতালেব মন্ডলের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (১৯)।

[৪] তারা চৌগাছায় তাবলিগ জামাতে গিয়ে নিজেদের অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতে বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

[৫] ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মমিনুর রহমান জানান, ‘উপজেলার আড়ারদাহ কওমি মাদ্রাসা দুই জন ছাত্র বৃহস্পতিবার বড় কাবিলপুর জামে মসজিদে তাবলীগ জামাত আসে। শুক্রবার ফজরের নামাজ শেষ করে তারা দুই বন্ধু পাশেই কপোতাক্ষ নদের তীরে হাঁটতে যায়। নদ খনন কাজ চলায় মাঝখান দিয়ে বাঁধ দেওয়া রয়েছে। তারা বাঁধের উপর দিয়ে হাঁটতে হাঁটতে ভারতের লক্ষীপুর বিএসএফ ক্যাম্পের পাশে চলে যায়। এ সময় তাদেরকে লক্ষীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা আটক করেন। পরে ভারতের উত্তরপাড়া সীমান্ত ক্যাম্পে হস্তান্তর করেন। এদিন সন্ধ্যায় পতাকা বৈঠক করে দুই মাদ্রাসা ছাত্রকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ।
এতে ভারতের লক্ষীপুর সীমান্তের ১০৭ উত্তরপাড়া বিএসএফ এর পক্ষে উত্তরপাড়া ক্যাম্প কমান্ডার শুরেনধরশিং ও বাংলাদেশের শাহাজাতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী অংশ নেন।

[৬] শাহাজাতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শওকত আলী জানান, এ খবর পেয়ে আমরা ভারতীয় বিজিবি ক্যাম্পে যোগাযোগ করি। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশের গদাধরপুর সীমান্ত ও ভারতের লক্ষীপুর উত্তরপাড়া সীমান্তের গদাধরপুর মাঠে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শুনু হয় সন্ধ্যা ৬.৩০ মিনিটে শেষ হয় ৬.৫৫ মিনিটে। এর পর দুই বাংদেশী কিশোর মাদ্রাসা ছাত্রকে তারা আমাদের জিম্মায় ফেরত দেন।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়