শিরোনাম
◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৭:২৬ বিকাল
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

এএইচ সবুজ, গাজীপুর: [২] গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে, চলমান অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সরব হওয়ায়, দুর্নীতিবাজ ও তাদের প্রত্যক্ষ মদদপুষ্ট কতিপয় বিপথগামী শিক্ষার্থী দ্বারা কলেজ শাখা ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা।

[৩] মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে হাসপাতালের ক্যাফেটেরিয়াতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

[৪] সংবাদ সম্মেলনে মেডিকেল কলেজে ও হাসপাতালের শিক্ষার্থীরা বলেন, দুর্নীতির কারণেই এখনও পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক ছাত্রাবাস গড়ে উঠেনি।

[৫] তারা জানান, আরও আগেই ক্যাম্পাসের হোস্টেলে তাদের অবস্থান করার কথা থাকলেও, এখনো পর্যন্ত তারা (শিক্ষার্থীরা) ভাড়াকৃত হোস্টেল থাকছেন। এ মেডিকেল কলেজ ও হাসপাতালের দুর্নীতি নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করতে গেলে, তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকির সম্মুখীন হতে হয়। ক্যাম্পাস তৈরির বরাদ্দকৃত অর্থ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করেছেন। কিন্তু পরবর্তীতে এসব যন্ত্রপাতি যথাযথ কাজে ব্যবহার করা হচ্ছে না বলেও শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন এবং মানববন্ধনে অভিযোগ তোলেন।

[৬] সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইন্টার্ন চিকিৎসক ডা: মো: মিজানুর রহমান।

[৭] এ সময় তিনি আরও বলেন, হাসপাতালের বিভিন্ন ধরনের দুর্নীতি ও বিভিন্ন বিষয়ে নিয়ে বিগত কিছুদিন ধরে কথা বললেই একটি মহল তাদের উপর বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও চাপ সৃষ্টি করছেন। 

[৮] এছাড়াও সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মহল বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পত্র-পত্রিকায় তথ্য দিয়ে মিথ্যাচার সৃষ্টি করে ছাত্রলীগের সুণাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

[৯] সংবাদ সম্মেলন শেষে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়