শিরোনাম
◈ টাকা ফেরাতে আইন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সমন্বয়ে জোর দিচ্ছে সরকার ◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত ◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি ◈ ব্যাটারি চালিত রিকশা বন্ধে কড়া বার্তা: তিন রিকশা ভাঙচুর, চালকদের ক্ষতিপূরণ ও বিকল্প আয়ের আশ্বাস ◈ যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও) ◈ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার : প্রেস সচিব ◈ আ. লীগের নিবন্ধন বাতিলের পর সম্পদ বাজেয়াপ্তের দাবি উঠেছে, নেতারা এখন কি করবে?  ◈ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ ◈ ভারত আবার বাড়াবা‌ড়ি কর‌লে আমরা চুপ থাকবো না: শহীদ আফ্রিদি ◈ ভারত শাসিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৫:১২ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সিএমপির শান্তি ফিরে আসবেই

রাজু আহমেদ, চট্টগ্রাম: [২] চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে নবনিযুক্ত কমিশনার মোঃ সাইফুল ইসলাম আজ সিএমপি মাল্টিপারপাস শেডে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন সাংবাদিক ও পুলিশের একই কাজ তাই সাংবাদিক পুলিশকে সহযোগিতা করবে পুলিশ সাংবাদিককে সহযোগিতা করবে তাহলেই অপরাধ অনেকটাই দমন করা সম্ভব হবে। 

[৩] সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন সম্প্রতি সময়ে ফেসবুকে শিশু হারানোর যে বিষয়টি ছড়িয়ে পড়েছে সেটি গুজব, তিন থেকে চারটা ফেসবুক গ্রুপ গুজব ছড়িয়েছে তাদেরকে মুচলেকা দিয়ে সতর্ক করা হয়েছে, হারানো অভিযোগের মধ্যে বেশিরভাগই প্রেম ঘটিত এবং কিছু শিশুরা বাড়িতে না বলে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল তারা আবার একদিন দুইদিন চারদিন পর ফিরে এসেছে।

[৪] সিএমপিতে কিছু পুলিশ কর্মকর্তাদের অঢেল সম্পদের ব্যাপারে দুদকের মামলা হয়েছে এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ব্যক্তিগত কোন দায় সংস্থা নিবে না যার দায় তার এ ব্যাপারে তিনি বেশি কিছু বলেননি। তিন মাসের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ শান্তি শৃঙ্খলার একটি নজির স্থাপন করবে বলে ব্যক্ত করেন সিএনপি কমিশনার। 

[৫] এ সময় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোঃ রেজা, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সিএনপি'র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়