শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০৮:২২ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিদস্যু যেই হোক না কেন, কোনো ছাড় নয়: নিক্সন চৌধুরী 

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর: [২] ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘ভাংগায় খলিফা বানাইনি, খলিফা বানাবো না। এই খলিফারাই কাজী জাফর উল্লাহকে ডুবিয়েছে। ভাংগায় কোন খলিফা দেখতে চাই না। এছাড়া ভূমিদস্যু যেই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।’

[৩] রোববার(৭ জুলাই) সকাল ১০টায় ভাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

[৪] নিক্সন চৌধুরী বলেন, জনগণের জানমালের রক্ষা করার দায়িত্ব আমাদের। জনগণ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন উন্নয়ন করার জন্য। এই উন্নয়ন করার পিছনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা রয়েছে। সুতরাং, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাদের সমন্বয়ে কাজ করে যেতে হবে। বিগত উপজেলার চেয়ারম্যানরা যেভাবে সকলের সঙ্গে মিলেমিশে কাজ করেছেন, আমি নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রতি অনুরোধ করবো তারা যেন পূর্বের চেয়ারম্যানদের মতোই সকলের সঙ্গে সমন্বয় রেখে জনগণের উন্নয়ন করেন। আমার নির্বাচনী এলাকায় কোনো রকমের অনিয়ম ও দুর্নীতি দেখতে চাই না এবং এটা সহ্য করা হবে না।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাওছার ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান এবিএম ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুয়ারা বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়