শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক-রেলপথ অবরোধের পর থমথমে পরিস্থিতি, যানবাহন চলাচল স্বাভাবিক ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ১১:১৮ রাত
আপডেট : ১১ জুন, ২০২৪, ১১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রেণি কক্ষে ক্লাস নিচ্ছেন এসিল্যান্ড, মনোযোগী শিক্ষার্থীরা

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা): [২] দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ক্লাস নিতে দেখা গেছে দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. জিয়াউর রহমানকে। এমন কিছু ছবি এই কর্মকর্তার ব্যবহৃত নিজস্ব ফেসবুকে ওয়ালে পোস্ট দিয়ে নষ্টালজিক ভাব প্রকাশ করেন।

[৩] তিনি এতে লিখেন, ‘নতুন করে পুরনো পেশায়; যা আমি সবচেয়ে বেশি উপভোগ করি। দাউদকান্দি'র ছাত্র-ছাত্রীরা আজ আবারো মুগ্ধ করলো আমায়। সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক তাদের সকলের আগামীর দিনগুলো।’ পরে হ্যাশট্যাগ দিয়ে লিখেন ‘স্মৃতি থাকুক।’

[৪] এ সময় তার সঙ্গে বসে ক্লাসে মনোযোগী হতে দেখা গেছে দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন আহম্মেদকে। জানা যায়, মঙ্গলবার (১১ জুন) দুপুরে এই বিদ্যালয়ে ভূমি সংক্রান্ত বিষয়ে তিনি একটি শ্রেণিকক্ষে পাঠদান করেন। 

[৫] এই কর্মকর্তার ক্লাসটি শিক্ষার্থীরাও দারুণ উপভোগ করছেন বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক। 

[৬] এসিল্যান্ডের শ্রেণি কক্ষে ক্লাস নেওয়ায় তার প্রসংশা করে স্থানীয় সাংবাদিক ও উপজেলার দৈনিক মানবজমিন প্রতিনিধি মুক্তার হোসেনও তার নিজস্ব ফেসবুক ওয়ালে ইতিবাচক সমালোচনা করে একটি পোস্ট দেন।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়