শিরোনাম
◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের ◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা? 

প্রকাশিত : ১০ জুন, ২০২৪, ০৯:১৮ রাত
আপডেট : ১০ জুন, ২০২৪, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় মামলা 

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর: [২] ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বখাটে যুবক রহিম শেখ(৩৫)। এমন ঘটনাটি ঘটে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাররা গ্রামে। ওই বখাটে যুবক ওই গ্রামের খবির শেখের ছেলে। 
 
[৩] এ ঘটনায় সোমবার (১০ জুন) সকালে শিশুর মা বাদী হয়ে ওই বখাটেকে আসামি করে ভাংগা থানায় ধর্ষণ চেষ্টার একটি মামলা করেছেন। আসামি পলাতক রয়েছেন।

[৪] পুলিশ সূত্রে জানা যায়, বখাটে যুবক রহিম তার ছেলের সঙ্গে খেলাধুলা করতে যায় ওই শিশুটি। পরে বখাটে রহিম তার ছেলেকে অন্যত্র সরিয়ে দিয়ে শিশুটিকে প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে পুকুরপাড়ের গাছ বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে পার্শ্ববর্তী এলাকার এক মহিলা এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে পৌঁছে দেন। 

[৫] বিষয়টি এলাকায় জানাজানি হলে রফাদফার চেষ্টা চালায় অসাধু একটি চক্র। খবর পেয়ে ভাংগা থানা পুলিশ ঘটনার সত্যতা মিললে মামলা রুজু করেন।

[৬] এ ঘটনায় তদন্তকারী অফিসার পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আব্দুল হক ঘটনাটি নিশ্চিত করে জানান, শিশুটিকে প্রলোভন দেখিয়ে পুকুরপাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে ওই বখাটে রহিম। এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে রহিমের বিরুদ্ধে। আসামি গ্রেপ্তার করার চেষ্টা চলছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়