সোহাগ হাসান, সিরাজগঞ্জ: [২] সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর ১৩ এপ্রিল ভোরে মুক্তিপণের বিনিময়ে জলদস্যুদের হাত থেকে মুক্তি পেলেন নাজমুল হক হানিফ।
[৩] বুধবার (১৫) সকালে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার ৬৭ দিন পর বাড়ি ফিরেন এমভি আব্দুল্লাহর নাবিক সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলার চর-নুরনগর গ্রামের নাজমুল হক হানিফ।
[৪] বাবা আবু সামা ও মা নার্গিস খাতুন বলেন, সুস্থভাবে আমার ছেলেসহ ২৩ নাবিককে দেশে ফিরিয়ে আনায় বাংলাদেশ সরকার ও জাহাজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি বলে কান্নায় ভেঙে পরে।
[৫] নাজমুল হক হানিফ বলেন, প্রতিটি মুহূর্ত কেটেছে মৃত্যুর আতঙ্কে। বন্দুক হাতে টহল দিতো জলদস্যুরা। ৩৩ দিন যে কীভাবে কেটেছে, তা ব্যাখ্যা করতে পারব না।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :