শিরোনাম
◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০৪:৩৮ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৫

ম‌শিউর রহমান, নাজিরপুর: [২] পিরোজপুরের নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৩] শনিবার (২১ এপ্রিল) রাত ৯ টায়  উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] আহতরা হলেন- লিপি বেগম (৪২), আফরোজা বেগম (৪০), হান্নান কবিরাজ( ৫০), নজরুল কবিরাজ(৫৫), আনসার কবিরাজ (৪৬)। আহতদের সবার বাড়ি কুমারখালী গ্রামে। 

[৫] আহত নজরুল কবিরাজ বলেন, আমার ভাইয়ের ক্রয় করা জমিতে রকিব কবিরাজের একটি চায়ের দোকান আছে। সেই দোকানে আমার ভাই তালা দিয়ে রাখে। ঘটনার দিন এশার আজানের পরে দেশীয় অস্ত্রসহ রকিব তার বাহিনী নিয়ে এসে দোকানে হামলা চালায়। এসময় সংবাদ পেয়ে সেখানে আমার ভাইয়ের স্ত্রী আফরোজা এগিয়ে এলে তার উপর হামলা করে। তার চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে রকিব বাহিনী আমাদেও উপরে এলোপাতারি হামলা চালায়।

[৬] তিনি বলেন, রকিব কবিরাজ (৪২) দের  সঙ্গে নাসির কবিরাজ (৩৫), হাসমত কবিরাজ (৪৫), আব্দুল কুদ্দুস কবিরাজ(৫০), জব্বার কবিরাজ (২২), মামুন কবিরাজ (২৫), এনামুল কবিরাজ (২৬), চঞ্চল কবিরাজ (২০), চয়ন কবিরাজ (১৯), সজল কবিরাজ (২০), ছালবিন (১৮), রাসেদ (২০), আবুজর (১৮) পপি বেগম (৩৫) লাবনী বেগমসহ আরও ২০-২৫ জনের দল সংঘবদ্ধ হামলায় অংশ নেয়। 

[৭] হামলাকারী রকিব কবিরাজের ছেলে আবুজর জানান, জমি বিরোধের জের নিয়ে আমাদের দোকানে তালা দিয়ে রাখে। আমরা বন্ধ দোকানের তালা খুলতে গেলে আনসার কবিরাজ তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালালে আমরাও পাল্টা হামলা চালাই। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহত হয়ে আমার বাবা ও চাচা হাসপাতালে ভর্তি হয়েছেন।

[৮] নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়