শিরোনাম
◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের ◈ আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড ◈ ড. ইউনুস একদিন আদালতে কেঁদে বলতে হবে ভুল হয়েছে: বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও)

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০৩:৫৮ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

এ এইচ সবুজ, গাজীপুর: [২] জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের উপ-নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে নব-নির্বাচিত চেয়ারম্যান মো: মোবারক হোসেনকে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

[৪] উল্লেখ্য, সনমানিয়া ইউপি'র উপ-নির্বাচনে মো: মোবারক হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিলেন আবদুল হক। তিনি ৭২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এদিকে শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক।

[৫] এ সময় ডিসি চেয়ারম্যানের উদ্দেশ্যে বলেন, জনগণের স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে সৎ, নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করতে হবে। জনগণের চাহিদা অনুযায়ী সরকারের ভিশন-২০৪১ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। তিনি আরও বলেন, এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সকল সহায়তা করা হবে।

[৬] এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো: ওয়াহিদ হোসেন সহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং সনমানিয়া ইউপি'র সদস্য বৃন্দ।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়