শিরোনাম
◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ০৪:৩০ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৪, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে দুই কেজি ক্রিস্টাল মেথসহ আটক ৩

জিয়াবুল হক, টেকনাফ: [২] কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার তিন জন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এসময় বিজিবির অভিযানিক দল মিয়ানমার থেকে নৌকায় করে নিয়ে আসা ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।

[৩] মঙ্গলবার (৫ মার্চ) উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেন ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, মঙ্গলবার রাতে বিজিবি গোপন সংবাদে জানতে পারে টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল ফিশিং ঘাট নামক এলাকা দিয়ে মিয়ানমার হতে সাগর পথে পাচার হয়ে আসা মাদকের একটি চালান উক্ত এলাকায় প্রবেশ করবে। 

[৪] উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, বিজিবির একটি বিশেষ টহলদল মুন্ডার ডেইল এলাকায় কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।
সকাল ৯ টার সময় বিজিবি টহলদল দেখতে পায় সাগরের পূর্ব দিক থেকে একটি নৌকা ফিশিং ঘাটের দিকে আসছে। নৌকাতে থাকা ব্যক্তিদের সন্দেহ হলে অভিযানিক দল নৌকাটিকে থামানোর জন্য চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে পুনরায় সাগর পথ দিয়ে পালানোর চেষ্টা করে। 

[৫] এরপর বিজিবি সদস্যরা দুটি নৌকা নিয়ে ধাওয়া করে, তিন চোরাকারবারীসহ নৌকাটিকে আটক করতে সক্ষম হয়। নৌকার পাটাতনের নিচে লুকায়িত একটি প্লাষ্টিকের ব্যাগ থেকে ২.১২৭ ক্রিস্টাল মেথ আইসের চালানও উদ্ধার করা হয়। আটককৃতরা হল, টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার মৃত নাগু মিয়ার পুত্র মো.সমাছুল আলম (৪০), মৃত হামিদ হোসেনের পুত্র মো. সৈয়দ আলম (২৪), নুর কামালের পুত্র মো.আক্তার কামাল (২০)।

[৬] আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য উদ্ধারকৃত আইসের চালানসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়