মাজহারুল ইসলাম: ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি ১’জুলাই থেকে শুরু হয়ে চলবে ৫’জুলাই পর্যন্ত। এবার ঈদে ৬ জোড়া বিশেষ ট্রেন চলবে বলে জানিয়েছেন, রেল মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
এর আগে গত ২০’জুন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসি জানান, এবারও ৫০ শতাংশ কাউন্টার আর ৫০ শতাংশ টিকিট অনলাইনে পাওয়া যাবে।
১’জুলাই ৫ জুলাইয়ের, ২’জুলাই ৬ জুলাইয়ের, ৩’জুলাই ৭ জুলাইয়ের, ৪’জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮ টা থেকে একইসঙ্গে কাউন্টার ও অনলাইনে টিকিট বিক্রি হবে। এবারও কমলাপুর ছাড়াও রাজধানীর তেজগাঁও, বিমানবন্দর, বনানী ও গুলিস্তানের পুরানো রেলস্টেশনে একযোগে টিকিট বিক্রি হবে।