শিরোনাম
◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ ষড়যন্ত্রকারীদের হিসাব পাল্টে যাবে যদি বিএনপি রাজপথে নামে: ফখরুলের সতর্কবার্তা ◈ এনসিপির মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার, মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের প্রার্থীদের জন্য ছাড় ◈ অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন ◈ জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ◈ প্রার্থী ঘোষণা করায় চাঙ্গা বিএনপির তৃণমূল ◈ গভর্নর আহসান এইচ মনসুরকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিল বিনিয়োগকারী ঐক্য পরিষদ ◈ ৫ দুর্বল ইসলামী ব্যাংক: আমানতকারীরা যেভাবে টাকা ফেরত পাবেন ◈ জুলাই সনদ ও গণভোটের দাবিতে জামায়াতসহ আট দলের বিক্ষোভ, রাজধানীতে তীব্র যানজট ◈ এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৩, ০১:৪৮ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৩, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতার চিৎপুর রেলস্টেশনে বাংলাদেশ ভিসা তথ্যকেন্দ্র চালু

বাংলাদেশ ভিসা তথ্যকেন্দ্র

মাজহারুল ইসলাম: এই প্রথম ভারতের কোনো রেলস্টেশনে বাংলাদেশের ভিসা তথ্যকেন্দ্র চালু করা হলো। সোমবার (১৩ মার্চ) তথ্যকেন্দ্রটির উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আন্দালিব ইলিয়াস। 

ওই চিৎপুর নামের ওই রেলস্টেশনটির প্রথম তলায় বাংলাদেশ টিকিট রিজারভেশন কাউন্টারের পাশেই এই সেবা চালু করা হয়েছে। ব্যবসা, পর্যটনসহ বিভিন্ন কাজে বাংলাদেশে যেতে ইচ্ছুক এমন ভারতীয় নাগরিকদের ভিসা আবেদন ও ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যেই এই তথ্যকেন্দ্রটি চালু করা হয়েছে।

কলকাতায় এ ভিসা তথ্যকেন্দ্রটি পরিচালনা করবে ডিইউ ডিজিটাল গ্লোবাল। বেসরকারি এই সংস্থাটি ইতোমধ্যে কলকাতার সল্টলেক ৫ নম্বর সেক্টরে এবং শিলিগুড়ির সেবক রোডে দুটি ভিসা আবেদন কেন্দ্র  চালু করেছে। তথ্যকেন্দ্র থেকে বাংলাদেশের ভিসা আবেদনসহ সব ধরনের তথ্যসেবা পাবেন ভারতীয় নাগরিকরা। ভিসা আবেদন জমা দেওয়ার জন্য আগে থেকে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন পড়বে না। এই ভিসা তথ্যকেন্দ্র পর্যায়ক্রমে ভিসার আবেদনপত্র পূরণ, ছবি তোলা, পাসপোর্ট সংগ্রহ এবং বিতরণসহ আরো একাধিক সেবা দেওয়া হবে।

বাংলাদেশ ভিসা তথ্যকেন্দ্র চালুর এ ঘটনা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে একদিকে যেমন ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভিসা পাওয়া সহজ হবে, তেমনি ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটন বৃদ্ধি পাবে।

বাংলাদেশ উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, কোভিডের পর ভারত থেকে বাংলাদেশ কিংবা বাংলাদেশ থেকে ভারতে আসার যাত্রী সংখ্যা বেড়েছে। ফলে বাংলাদেশে যারা যাতায়াত করেন, তাদের যাতে তথ্য পেতে সুবিধা হয়, সেজন্যই এই তথ্য কেন্দ্রটি খোলা হয়েছে।

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সিলর (কনস্যুলার ভিসা) এ এস এম আলমাস হোসেন বলেন, বাংলাদেশে ভ্রমণ করতে যাওয়ার ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেক্ষেত্রে একজন ভিসা প্রার্থী যাতে দ্রুত প্রয়োজনীয় সব নথি জমা দিয়ে ভিসা সংগ্রহ করতে পারেন, সেই ব্যাপারে তথ্য প্রদানে সহায়তা করবে এ ভিসা তথ্যকেন্দ্র।

২০২২ সালের জানুয়ারিতে বাংলাদেশ যেতে টুরিস্ট ভিসা চালুর পর থেকেই ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের জন্য প্রতি মাসে প্রায় ১৪ থেকে ১৫ হাজার ভিসা দেওয়া হচ্ছে। গত বছর প্রায় ১ লাখ ৩০ হাজার ভারতীয় নাগারিককে বাংলাদেশের ভিসা দেওয়া হয়েছে। যাদের অধিকাংশই পর্যটক।

এমআই/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়