শিরোনাম
◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব ◈ চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ ◈ বালিয়াডাঙ্গীতে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িবহরে হামলা, আহত ৪ ◈ এবার রাজধানীর মিরপুরে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি ◈ আটকের গুজব উড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, বললেন ‘ভালো আছি, বাসায় আছি’ ◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি ফাঁইসা গেছি’, গ্রেপ্তার রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০১:৪০ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈশ্বিক গেম চেঞ্জারের ভূমিকায় নতুন ইরান-চায়না রেল রুট

চীন ও ইরানের মধ্যে সংযোগকারী একটি নতুন বাণিজ্যিক রেল রুট আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এই রুট দিয়ে পূর্ব চীনের শিয়ান শহর থেকে তেহরানের নিকটস্থ আপ্রিন শুষ্ক বন্দরে প্রথম পণ্যবাহী ট্রেনের যাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পঞ্চম দফার পরোক্ষ আলোচনার মধ্যে গত সপ্তাহে চীন থেকে একটি মালবাহী ট্রেন ইরানে প্রবেশ করে।

পূর্ব চীনের শিয়ান শহর থেকে ট্রেনটি তেহরানের নিকটস্থ আপ্রিন শুষ্ক বন্দরে সৌর প্যানেলের একটি পণ্যবাহী জাহাজ নিয়ে পৌঁছে। ইরানের নবায়নযোগ্য বিদ্যুৎ সক্ষমতা সম্প্রসারণের জোর প্রচেষ্টার অংশ হিসেবে সৌর প্যানেলের চালানটি নিয়ে আসা হয়।

রেলপথটি আমেরিকান সামরিক উপস্থিতি থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় সমুদ্র বাণিজ্য ব্যাহত হলে ইরান রুটটি ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে তেল রপ্তানি করতে পারবে এবং চীন থেকে পণ্য আমদানি করতে পারবে।

চীনে ইরানের রপ্তানির নব্বই শতাংশ তেল-ভিত্তিক পণ্য, যেমন- পেট্রোকেমিক্যাল, পেট্রোলিয়াম পণ্য এবং গ্যাস। অথবা খনি-ভিত্তিক পণ্য, যেমন তামা ঘনীভূত, লোহা ঘনীভূত এবং অনুরূপ পণ্য।

এই পণ্যগুলি রেলে পরিবহন করা কঠিন এবং মূলত জাহাজে পরিবহন করতে হয়। তবে নতুন রুটটি মার্কিন আধিপত্যের তাঁবু থেকে দ্বিপাক্ষিক বাণিজ্যকে রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্প বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করে যাচ্ছে এবং দেশটির তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার প্রতিজ্ঞা করেছে।

এদিকে, রেল রুটে পণ্য সরবরাহের সময় ১৫ দিন কমে আসবে। অর্থাৎ সমুদ্রপথে যেখানে ৩০ দিন লাগে রেলপথে সেখানে এখন মাত্র ১৫দিন লাগবে। একইসাথে রুটটি চীনকে মালাক্কা প্রণালীর বাধা এড়াতে সাহায্য করছে। সূত্র: মেহর নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়