শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০১:৪০ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈশ্বিক গেম চেঞ্জারের ভূমিকায় নতুন ইরান-চায়না রেল রুট

চীন ও ইরানের মধ্যে সংযোগকারী একটি নতুন বাণিজ্যিক রেল রুট আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এই রুট দিয়ে পূর্ব চীনের শিয়ান শহর থেকে তেহরানের নিকটস্থ আপ্রিন শুষ্ক বন্দরে প্রথম পণ্যবাহী ট্রেনের যাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পঞ্চম দফার পরোক্ষ আলোচনার মধ্যে গত সপ্তাহে চীন থেকে একটি মালবাহী ট্রেন ইরানে প্রবেশ করে।

পূর্ব চীনের শিয়ান শহর থেকে ট্রেনটি তেহরানের নিকটস্থ আপ্রিন শুষ্ক বন্দরে সৌর প্যানেলের একটি পণ্যবাহী জাহাজ নিয়ে পৌঁছে। ইরানের নবায়নযোগ্য বিদ্যুৎ সক্ষমতা সম্প্রসারণের জোর প্রচেষ্টার অংশ হিসেবে সৌর প্যানেলের চালানটি নিয়ে আসা হয়।

রেলপথটি আমেরিকান সামরিক উপস্থিতি থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় সমুদ্র বাণিজ্য ব্যাহত হলে ইরান রুটটি ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে তেল রপ্তানি করতে পারবে এবং চীন থেকে পণ্য আমদানি করতে পারবে।

চীনে ইরানের রপ্তানির নব্বই শতাংশ তেল-ভিত্তিক পণ্য, যেমন- পেট্রোকেমিক্যাল, পেট্রোলিয়াম পণ্য এবং গ্যাস। অথবা খনি-ভিত্তিক পণ্য, যেমন তামা ঘনীভূত, লোহা ঘনীভূত এবং অনুরূপ পণ্য।

এই পণ্যগুলি রেলে পরিবহন করা কঠিন এবং মূলত জাহাজে পরিবহন করতে হয়। তবে নতুন রুটটি মার্কিন আধিপত্যের তাঁবু থেকে দ্বিপাক্ষিক বাণিজ্যকে রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সমাধান হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্প বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করে যাচ্ছে এবং দেশটির তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার প্রতিজ্ঞা করেছে।

এদিকে, রেল রুটে পণ্য সরবরাহের সময় ১৫ দিন কমে আসবে। অর্থাৎ সমুদ্রপথে যেখানে ৩০ দিন লাগে রেলপথে সেখানে এখন মাত্র ১৫দিন লাগবে। একইসাথে রুটটি চীনকে মালাক্কা প্রণালীর বাধা এড়াতে সাহায্য করছে। সূত্র: মেহর নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়