শিরোনাম
◈ ঢাকার মূল সড়কে রিকশা চলবে না: অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধে ডিএনসিসির অভিযান ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলল ভারত  ◈ জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না : আশিক চৌধুরী ◈ স্ত্রীকে বিদেশ যেতে বাধা, বিষয়টিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন পার্থ! (ভিডিও) ◈ এনবিআর বিলুপ্তি করা হলো কেন, জানাল সরকার ◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৩, ০৮:১৫ রাত
আপডেট : ০৭ মার্চ, ২০২৩, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিটিসিএ’র ক্লিয়ারিং হাউজ সিস্টেমের অপারেশন ও মেইনটেন্যান্স করবে সিনেসিস আইটি

সাবিহা পারভীন

শহীদুল ইসলাম: দেশের পরিবহন খাতকে এগিয়ে নিতে আগামী এক বছর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ক্লিয়ারিং হাউজ সিস্টেমের অপারেশন ও মেইনটেন্যান্স করবে সিনেসিস আইটি। রাপিড পাস আওতায় আনার লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সাথে সিনেসিস আইটির একটি চুক্তি সাক্ষরিত হয়।

সোমবার দুপুরে ডিটিসিএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সাবিহা পারভীন ও সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

সভাপতির বক্তব্যে সাবিহা পারভীন বলেন, ডিটিসিএ’র ক্লিয়ারিং হাউজ সিস্টেমের মাধ্যমে মেট্রোরেল লাইন-৬’র ভাড়া আদায় এবং সেটেলম্যান্ট কার্যক্রম শুরু করবে। আমরা আশা করবো আমাদের নিযুক্ত আইটি সার্ভিস প্রোভাইডার ফার্ম ক্লিয়ারিং হাউজের নিরাপত্তা ও সিস্টেমের গোপনীয়তা নিশ্চিত করে সর্বোচ্চ পেশাদারিত্বের ভিত্তিতে দায়িত্ব পালন করবে। 

সিনেসিস আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী বলে, আমাদের আইটি সেক্টরে অনেক অভিজ্ঞতা আছে, আমরা ২০০৬ সাল থেকে দেশের প্রায় ২০০ সরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি, আমাদের প্রতিষ্ঠান দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। জাতিসংঘের পুরস্কার, সাউথ এশিয়ান অ্যাওয়ার্ড সহ অনেক অর্জনই আমাদের আছে। চুক্তি অনুযায়ী দেশের জন্য আমরা সর্বাত্বকভাবে কাজ করবো। দেশের ৪৫ টি ব্যাংক ও সবগুলো মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সাথেও আমাদের চুক্তি আছে। 

প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, এ চুক্তির মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে আরেক ধাপ এগিয়ে গেলাম, দেশে আরেকটি ডিজিটাল কার্যক্রম যুক্ত হলো। তবে এ ক্ষেত্রে সিকিউরিটি ব্যবস্থা অনেক চ্যালেঞ্জ আছে, এদিকে সর্বোচ্চভাবে গুরুত্ব দিতে হবে।

তিনি বলে, বিদেশে একটা কার্ড দিয়ে যাতায়াতের সব ধরণের পেমেন্ট সম্পন্ন করা যায়। আমরা আশকরি খুব সিঘ্রই বিআরটিসি, বাস, ট্রেন সহ দেশের সকল যাতায়াত ব্যবস্থায় ডিজিটাল পেমেন্ট চালু করে একটি কার্ডের মাধ্যমে, যাত্রীরা তাদের ভাড়া প্রদান করবে। আমরা এ নিয়ে জোড়ালোভাবে কাজ করে যাচ্ছি।

অতিরিক্ত সচিব সাবিহা পারভীন এর সভাপতিত্বে চুক্তি সম্পাদ প্রোগ্রামে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব নিলিমা আফরোজ, অতিরিক্ত নির্বাহী পরিচালক (পিএন্ডপি) এ কে এম হাফিজুর রহমান, চুক্তি সংক্রান্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন মোহাম্মদ মনজুর-ই-ইলাহী, মোনাজিল রহমান হেড অব মার্কেটিং সিনেসিস আইটি লিমিটেড।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে সড়ক পরিবহন মন্ত্রণালয়, জাইকা, ডিএমটিসিএল এবং ডিটিসিএ এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আইসি কার্ড (রেপিড পাস কার্ড) এর মাধ্যমে বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট অপারেটর (এমআরটি, বিআরটি, বাস ভাড়া সংগ্রহ এবং স্যাটেলম্যান্ট এর জন্য একটি ক্লিয়ারিং হাউজ সিস্টেম ডেভেলপ করার লক্ষে কাজ করে যাচ্ছে।

সেই মোতাবেক স্পেশাল পারপোস কোম্পানি (এসপিসি) গঠন না হওয়া পর্যন্ত ক্লিয়ারিং হাউজ পরিচালনার জন্য একটি আইটি সার্ভিস প্রভাইডার ফার্ম নিয়োগের জন্য মন্ত্রণালয় হতে নির্দেশনার পরে এ চুক্তি হয়। 

এসআই২/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়