মাজহারুল ইসলাম: কলকাতা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের উড্ডয়নের কিছু সময় পর মাঝ আকাশে চাকা ফেটে যায়। এ অবস্থায় সোমবার (৬ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে বিমানটি। তবে পাইলটের দক্ষতায় ৭২ যাত্রী এবং ৫ জন ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে বিজি ৩৯২ ফ্লাইটটি কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের সময়ই চাকা ফেটে যাওয়ার বিষয়টি ক্যাপ্টেন বুঝতে পারেন। বিষয়টি জানার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়।
এমআই/এইচএ