শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয়

বাংলাদেশ থেকে হজ ফ্লাইট অব্যাহত আছে। প্রতিদিনই হজযাত্রীরা যাচ্ছেন। হজযাত্রীদের লাগেজে অবৈধ কিছু বহন না করার সতর্কতা আগেই জারি করা হয়েছে। নতুন করে মন্ত্রণালয় সেই সতর্কতা আরও জোরালোভাবে আরোপ করেছে।

বুধবার (১৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত সতর্কীকরণ বার্তায় বলা হয়-হজ ২০২৫ সালে হজযাত্রীদের সৌদি আরবে গমন কার্যক্রম চলমান রয়েছে। হজ এজেন্সির মাধ্যমে গমনকৃত হজযাত্রীর লাগেজে অননুনোমদিত/অবৈধ মালামাল (বিড়ি, সিগারেট, তামাকপাতা, গুল, জদ্দা, চুন, শুটকি ও প্রেসক্রিপশন বিহীন ঔষধ ইত্যাদি) থাকার কারণে সৌদি আরবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ কর্তৃক লাগেজ আটক করা হচ্ছে।

বার্তায় বলা হয়, সম্প্রতি একটি এজেন্সি হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল যেমন তামাক ও গুলপাতা বহনের দায়ে অভিযুক্ত হয়েছে। গত ১৩ মে তারিখে BG 3317 ফ্লাইটে বেসরকারি ব্যবস্থাপনার একটি এজেন্সির দুটি লাগেজে ব্যাগভর্তি প্রেসক্রিপশনবিহীন ওষুধ পাওয়া গিয়েছে, যার মধ্যে ঘুমের ওষুধও রয়েছে। হজযাত্রীদের লাগেজে এরূপ অবৈধ মালামাল বহন দণ্ডনীয় অপরাধ এবং এ কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এছাড়াও হজযাত্রীগণ অবৈধ মালামাল বহনের কারণে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, বর্ণিতাবস্থায় হজ ফ্লাইটে অবৈধ দ্রব্য/মালামাল বহন না করার বিষয় নিশ্চিতকরত হজযাত্রীদের সতর্ক করার জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়