শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৪, ০৬:০০ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২৪, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দিনও নাড়ির টানে বাড়ি ফিরছে অনেকে

শাকিবুল হাসান: [২] ঈদের আগে বাড়ি ফিরতে ঢাকা ছাড়ার স্রোত ছিল। সে সময় অনেকেই ফিরতে পারেননি নিজ ঘরে। এবার তারা ভোগান্তি ছাড়াই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সকাল থেকে রাজধানী ছাড়ছেন অনেকেই।

[৩] ঈদের দিনও নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষজন। ঈদের ছুটি শুরু হওয়ার পর নানা কারণে যারা ঢাকা ছাড়তে পারেননি অনেকে। বৃহস্পতিবার আজ ঈদের দিন  বাড়ি ফিরছেন তারা। 

[৪] রাজধানীর গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, রংপুরগামী আহাদ পরিবহন গাবতলী ব্রিজের আগে দাঁড়িয়ে যাত্রী তুলছে। এই গাড়ির কয়েকজনের সঙ্গে কথা হয়। কথার ফাঁকে তারা তুলে ধরেন দেরিতে বাড়ি ফেরার নানা কারণ। নিউজ বংলা

[৫] বৃহস্পতিবার মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঘরমুখো মানুষের ঢল নেমেছে টার্মিনালে। ঈদের নামাজ শেষ করেই বাস ধরতে চলে এসেছেন অনেকে। বাসের কর্মচারীরাও যাত্রীদের হাঁকডাকে ব্যস্ত সময় পার করছেন। কিছু কিছু বাস কাউন্টার বন্ধ থাকলেও অধিকাংশ কাউন্টারই খোলা।  

[৬] ভোর থেকে যাত্রীর কেমন চাপ জানতে চাইলে গাবতলী ব্রিজের পাশের স্থানীয় দোকানদার মো. মুসা বলেন, ‘আজ খুব কম মানুষ বাড়ি যাচ্ছে। মানুষ যা পাচ্ছে তাতে করেই বাড়ি ফিরছে। গাবতলী থেকে ছেড়ে যাওয়া গরুর ট্রাকে অনেকে বাড়ি গেছে ভোরের দিকে। এখনো যাচ্ছে।’

[৭] মেহেদি হাসান বলেন, ভেবেছিলাম ঈদের আগ পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এখন দেখছি ঈদের দিনও নেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করেও কোনো লাভ হচ্ছে না।

[৮] এ প্রসঙ্গে আরাফ পরিবহনের টিকিট বিক্রেতা মো. জসিম বলেন, যে কয়টা বাস যাবে, সবগুলোই খালি ফিরবে। তাই একটু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। ঈদের ছুটি শেষ হলে আবার আগের মতোই ভাড়া নেওয়া হবে। সম্পাদনা : কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়