শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৪, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৪, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনের ছাদে না উঠতে অনুরোধ আইজিপির

সুজন কৈরী: [২] জীবনের ঝুঁকি নিয়ে চলাচল না করতে অনুরোধ জানিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আমরা যাত্রীদের বলতে চাই, আপনারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো বাহনের যাত্রী হবেন না। আমরা কেউ দুর্ঘটনাকবলিত হয়ে আত্মীয়-স্বজনদের কাছে যেতে চাই না। অনেককে দেখা যায়, ট্রেনের ছাদসহ বিভিন্নভাবে ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা করেন। তাই আমরা সবার কাছে নিবেদন করব কেউ যেন ঝুঁকিপূর্ণভাবে ঈদযাত্রা না করেন।

[৩] রোববার বিকেলে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

[৪] চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ঈদের সময় ঢাকা শহরে বিশেষ চাপ দেখা যায়। ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নাড়ির টানে মানুষজন ঈদের ছুটিতে যাতায়াত করে। ইতোমধ্যে ঈদযাত্রা শুরু হয়ে গেছে।

[৫] আগামীকাল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ঢাকা থেকে বাইরে যাওয়ার যাত্রীদের একটা চাপ থাকবে জানিয়ে তিনি বলেন, জনগণের ঈদযাত্রা যেন স্বস্তিদায়ক হয় সেজন্য পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে। ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের সব সদস্য প্রস্তুত রয়েছে এবং একযোগে কাজ করছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঈদযাত্রা স্বস্তিদায়ক করার জন্য কাজ করছেন। সংশ্লিষ্ট রেল মন্ত্রণালয়ে পুলিশও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ে সভা করছে।

[৬] তিনি আরও বলেন, মলম পার্টি, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঈদযাত্রা নিরাপত্তার আওতায় এনেছি। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়