শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪৪ বিকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগে মায়ের ডাকের প্রোগ্রামে পুলিশের বাধার অভিযোগ

আর হাসান: [২] শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশে গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে গঠিত মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর সমাবেশে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

[৩] শনিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে সকাল সাড়ে ১১টায় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শুরুর কিছুক্ষণের মধ্যেই মানববন্ধনে পুলিশের বাধা দেয়ার অভিযোগ উঠে।

[৪] শাহবাগে দাঁড়াতে না পেরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে মায়ের ডাক। সেখানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরা হয়।

[৫] মায়ের ডাকের কনভেনর সানজিদা ইসলাম বলেন, শাহবাগে জাদুঘরের সামনে আমাদের দাঁড়াতে দেওয়া হয়নি। কোন দেশে আছি আমরা। এখানে কোনো আন্দোলন হচ্ছে না, স্লোগান হচ্ছে না। দাঁড়ায়া আমরা একটা কথা বলব, কথাটা বলতে পারিনি। এখন এ বাচ্চাদের নিয়ে, বয়স্ক মানুষদের নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে।

[৬] এ প্রসঙ্গে রমনা জোনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এই প্রোগ্রামের জন্য তারা কোনো অনুমতি নেয়নি। তাই এখানে তাদের প্রোগ্রাম করতে নিষেধ করা হয়। তখন তারা আমাদের বলেন, তাহলে আমরা প্রেসক্লাবে গিয়ে প্রোগ্রাম করব। তারপর তারা প্রেসক্লাবে চলে যায়। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়