শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৩, ১১:৪০ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে অবরোধের প্রভাব নেই, কোথাও যানজট, কোথাও ফাঁকা

মাসুদ আলম: [২] বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে রাজধানীতে কোন প্রভাব নেই। রোববার সকাল থেকে সড়কের যান চলাচল স্বাভাবিক। কোথাও ফাঁকা আবার কোথাও যানজট দেখা গেছে। আজ সকালে রাজধানীর উত্তরা, খিলক্ষেত, ভাটারা, বাড্ডা, রামপুরা, মালিবাগ, তেজগাও, বিজয়স্বরণীয়, পল্টন, গুলিস্তান, পল্লবী  ও বনানী এলাকায় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের উপস্থিতিও বেড়েছে।

[৩] এদিকে যেকোনো ধরনের নাশকতা এড়াতে সড়কে কঠোর অবস্থানে রয়েছেন পুলিশ। র্যাবের পাশাপাশি সড়কে বিজিবিও মাঠে রয়েছে।

[৪] এছাড়া রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে রয়েছেন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। আবার কোথাও কোথাও শামিয়ানা টাঙানো হয়েছে।

[৫] ভাটারা বাস স্টপিসে কথা হয় নাসির উদ্দিন নামে এক যাত্রীর সাথে। তিনি বলেন, বাসা থেকে বের হওয়ার সময় ভাবছিলাম হয়তো গণপরিবহনের ভোগান্তিতে পড়তে হবে। কিন্তু সড়কে এসে দেখি যান চলাচল স্বাভাবিক। আবার যানজটও দেখা যাচ্ছে। তবে সড়কে অবরোধের কোন প্রভাব নেই।

[৬] পল্লবী  থানার ওসি মাহফুজুর রহমান বলেন, সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। মোড়ে মোড়ে পুলিশ রয়েছে।  যেকোনো ধরনের নাশকতা এড়াতে কঠোর  অবস্থানে রয়েছে পুলিশ।

এমএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়