শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৩, ০৩:১৩ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৩, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকস্থলীতে ইয়াবা, শাহজালালে আটক

শহীদুল ইসলাম: [২] আটক মো. জাহেদ হোসেন (২৫) সোমবার (২ অক্টোবর) ইউএস বাংলার ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ওই ব্যক্তিকে সন্দেহ হলে ব্যাটালিয়নের গোয়েন্দারা তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন পাকস্থলীতে ইয়াবা বহন করেছেন, যার সম্ভাব্য পরিমাণ ৩৫০০ পিস। 

[৩] নিশ্চিত হওয়ার জন্য যাত্রীকে উত্তরার হলিল্যাব ডায়গনস্টিক সেন্টারে নিয়ে যায় বিমানবন্দর এপিবিএন। এক্সরে পরীক্ষা এবং ডাক্তারের রিপোর্টে জাহিদের পাকস্থলীতে ছোট ছোট প্রায় ৭২টি প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে। ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হবার পর বিমানবন্দর থানার সহযোগিতায় যাত্রীকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ডাক্তারের তত্ত্বাবধানে তার পেট থেকে মোট ৭২টি ইয়াবা প্যাকেট উদ্ধার করা হয়। গণনা শেষে সেখানে ৩৫১৮ পিস ইয়াবা পাওয়া যায়। 

[৪] অভিযুক্ত মো. জাহিদ হোসেন (২৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা, তার পিতার নাম মো. আ. গফুর। জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রতি ১০০০ পিস ইয়াবা বহনের জন্য ১০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন। এই চালান পৌঁছে দিতে পারলে প্রায় ৪০ হাজার টাকা পেতেন তিনি। 

[৫] অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, এর আগেও অভিযুক্ত জাহিদকে বিমানবন্দরের সামনে থেকে ইয়াবাসহ আটক করে মামলা দেয়া হয়। সেই মামলায় ১০ দিন আগে জামিন পেয়েছেন জাহিদ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়