জেরিন আহমেদ: [২] সড়কে প্রতি ২ ঘণ্টায় ঢাকাবাসীর ৪৬ মিনিট কাটে যানজটে বসে। আর বছরে তাদের গড়ে ২৭৬ ঘণ্টা নষ্ট হচ্ছে যানজটে। গবেষণায় বলা হয়, বায়ুদূষণ জনিত রোগের কারণে প্রতিবছর ঢাকাবাসীর জনপ্রতি ব্যয় হয় ৪ হাজার টাকার বেশি। সূত্র: রেডিও টুডে, নিউজ বাংলা
[৩] বুধবার বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘রিডিউসিং পলিউশন ফর গ্রিন সিটি’শীর্ষক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
[৪] ঢাকার সিটি করপোরেশন এলাকার ৫০০ খানার ওপর জরিপ করে এসব তথ্য প্রকাশ করেছে সিপিডি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত। বুধবার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
[৫] সিপিডি জানায়, জরিপে অংশগ্রহণ করা ৭৬ শতাংশ পরিবার মনে করছে, বায়ু দূষণের পরিমাণ গত ২-৩ বছরের তুলনায় আরও বেড়েছে। আর ৭৩ শতাংশ মনে করছে, গত ২-৩ বছরের তুলনায় প্লাস্টিক দূষণের পরিমাণ বেড়েছে। ৪৩ শতাংশ পরিবার মনে করে, সরাসরি রাস্তায় প্লাস্টিক ফেলার কারণে এ দূষণ বাড়ছে।
জেএ/এনএইচ