শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:০০ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুল ছাত্র আহত

মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র আহত হয়েছে। তার নাম, আব্দুল্লা আল লিমন (১৫) সে স্থানীয় সবুজবিদ্যা স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ীধীন বিবির বাগিচা রজনীগন্ধা এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে‌। ‌‌

ঢামেক হাসপাতালে নিয়ে আসা আহতের বন্ধু মোঃ নভেল, ও ছোট শান্ত জানায়, আমরা সন্ধ্যায় আব্দুল্লাহসহ ৫-৬ জন বন্ধু মিলে মাঠের পাশে বসে ছিলাম। সে সময়ে আমাদেরই বন্ধু একই স্কুলের সালমান, শান্ত, আরমানসহ ১০ ১৫ জন এসে আমাদেরকে মারপিট করতে থাকে ও  ছোট শান্তকে থাপ্পড় মারে সালমান পরে আবদুল্লা বাধা দিতে গেলে আব্দুল্লাকে ঘারের ডান পাশে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। 

আহতের বন্ধুরা আরো জানায়, আমরা ওদের সাথে ঘোরাফেরা করি না ওরা বকাটে ছেলে নেশা করে।
তাদের সাথে ঘুরতে ও আড্ডা মারতে বলে। আমরা সবাই ওদেরকে এড়িয়ে চলি শুধু তাই নয় ওরা নিজেদেরকে সিনিয়র বলে দাবি করেন। অথচ ওরা আমাদের একই বয়সের একই ক্লাসের আমরা তাদের সিনিয়র মনে করি না এই নিয়েই এ ঘটনাটি ঘটিয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, আব্দুল্লা নামের আহত কিশোর জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে ও বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত করা হয়েছে।

আহত আব্দুল্লাহ যাত্রাবাড়ী সুতি খালপাড় বিবির বাগিচা এলাকার বাসিন্দা টেইলার্স দোকানী আলী আকবর এর ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে বড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়