শিরোনাম

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৩, ০১:২১ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২৩, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধা নারী মোসা: জিন্নাতুল বেগম (৬০) ঢামেকে মারা গেছেন।

[৩] রোববার (২৭ আগস্ট) রাতে ঘটনাটি ঘটে।

[৪] গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল হয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল নেয়া হয়, পরে সেখান থেকে ঐ রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত (২৮ আগস্ট) পৌনে তিনটার দিকে মারা যান তিনি।

[৫] সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

[৬] নিহতের নাতি সাজু আহমেদ জানান, মিরপুর কাজীপাড়া বাস স্টেশনের অদুরে জামতলায় এলাকায় তাদের বাসা। তিনি বলেন, রোববার সন্ধ্যার পর কিছু কেনার জন্য বের হয়েছিলেন তিনি। এবং বাস স্টেশনের পাশ দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল দাদীকে ধাক্কা দেয়, এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

[৭] দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার  মৃত মনিরুজ্জামানের মেয়ে। নিহত জিন্নাতুল  তিন ছেলে এক মেয়ের জননী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়