অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বশান্ত বাসযাত্রী
ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : যশোর থেকে রুপসা বাসে আসার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে উত্তম কর্মকার (৫০) নামের এক ব্যক্তি পকেটে থাকা ৮ হাজার টাকা, মোবাইলফোনসহ কাছে থাকা সবকিছু হারিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী উত্তম কুমার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। উত্তম কর্মকার কুষ্টিয়া সদর উপজেলার আমলাপাড়ার মৃত হারান কর্মকারের ছেলে।
ভূক্তভোগী উত্তম কর্মকারের শ্যালক অমল কর্মকার জানান, তারা কয়েকজন আত্মীয় বাড়ি থেকে দুপুর ১২ টার দিকে যশোর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে একই বাসে আলাদা সিটে রওনা হন । পথিমধ্যে চূড়ামনকাঠি নামক স্থানে এসে শ্যালক অমল কর্মকার খেয়াল করেন উত্তম কর্মকার নিজ সিটে অচেতন হয়ে পড়ে আছেন।সেখান থেকে তিনি অন্য আত্মীয়দের সহায়তায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। হাসপাতালে ভর্তির পর আত্মীয় স্বজনরা দেখেন উত্তম কুমারের পকেট কাটা,অজ্ঞান পার্টির সদস্যরা তার সব নিয়ে গেছে।