মোঃ রফিকুল ইসলাম মিঠু: রাজধানীর দক্ষিণখান থানার সাহেব বাড়ির মোড় এলাকায় বালিচাপা দেওয়া অবস্থায় কানাডা প্রবাসী এক নারীর মরদেহ পাওয়া গেছে। বুধবার (৩১ মে) রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত নারীর নাম আফরোজা বেগম (৪০)। তিনি ও তার স্বামী কানাডা প্রবাসী। সম্প্রতি তারা দেশে আসেন।
ঢাকা মেডিকেলে আসা নিহতের এক স্বজন জানান, আফরোজা বেগমকে কীভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে তারা কিছু জানেন না। তবে আফরোজা বেগমের স্বামী আশরাফুল আলম তাকে হত্যা করতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
অভিযুক্ত আশরাফুল আলম এরই মধ্যে কানাডা ফিরে গেছেন বলে দাবি করেছেন স্বজনরা।
এ ব্যাপারে দক্ষিনখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী