মোস্তাফিজুর রহমান: রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় একটি বাসা থেকে আব্দুস সালাম (৭৫) নামে এক রিকশা চালকের অর্ধ-পচনশীল মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বিষয়টি জানিয়ে খিলগাঁও থানার এসআই মাহবুবুর রহমান তিনি বলেন, ট্রিপল নাইনে খবর পেয়ে সোমবার (২৯ মে) দুপুর ১২টায় নন্দীপাড়া নেওয়াজবাগ একটি বাসার নিচ তালায় দরজা ভেঙ্গে বিছানা থেকে অর্ধ পচন শীল লাশ উদ্ধার করা হয়।
পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা যায় অসুস্থ ও বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
এসআই আরো বলেন মৃত ব্যক্তি পেশায় রিক্সা চালক ছিলেন তার নাম আব্দুস সালাম বলে জানা গেছে। দুই মাস পূর্বে বাসাটি ভাড়া নেন সেখানে তিনি একাই থাকতেন।
প্রতিনিধি/এসএ