শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও)

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৫:১১ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর শাজাহানপুরে মেয়ের সাথে অভিমানে মায়ের আত্মহত্যা

মোস্তাফিজ রহমান: রাজধানীর শাজাহানপুরের গুলবাগে মেয়ের সাথে অভিমানে সুমি আক্তার (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। দাবি স্বজনদের। 

বৃহস্পতিবার (২৫,মে) দুপুর সোয়া দুই টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্বজনরা তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতার বাবা আব্দুল জলিল জানান, সুমির মেয়ে মাহি আক্তার(৯) অতিরিক্ত দুষ্টামি করে সব সময় খেলাধুলা করে। এ নিয়ে মেয়েকে মারপিট রাগারাগি করে। পরে সবার অগোচরে রুমের মধ্যে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে দরজার ছিটকানি ভেঙ্গে ঝুলন্ত অবস্থা দেখতে পাই।

আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জলিল আরো বলেন, মেয়ের সাথে অভিমান করে এ ঘটনাটি ঘটিয়েছে এছাড়া অন্য কোন কারণ নেই বলেও তিনি জানান।

শাজাহানপুর থানার উপ পরিদর্শক এসআই আশিকুজ্জামান পরিবারের বরাত দিয়ে  বলেন, মৃতার মেয়ের সাথে রাগারাগি করে অভিমানে গলায় ফাঁস দেয় সুমি পরিবার থেকে জানতে পেরেছি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ভাবে জানা যায়, সে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতা সুমি ভোলা জেলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামের আব্দুল জলিলের মেয়ে। তার স্বামীর নাম মৃত পায়েল খান। বর্তমানে, গুলবাগে একটি বাড়ির ছয় তলায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

এমআর/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়