মোস্তাফিজুর রহমান: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সরকারি এম্বুলেন্স পার্কিংয়ের স্থান থেকে অজ্ঞাত নামা পুরুষ (৫০) এক ভবঘুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃতের পরনে ছিল আকাশী রংয়ের থ্রি কোয়ার্টার প্যান্ট।
বিষয়টি জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক এসআই আরিফ নেওয়াজ। তিনি বলেন, খবর পেয়ে শনিবার (১৮মার্চ) বিকেল সাড়ে তিনটায় ঢামেকের জরুরি বিভাগের সামনে সরকারি এম্বুলেন্স পার্কিংয়ের স্থান থেকে অজ্ঞাত নামা পুরুষ কে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যায় মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হয়েছে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।
এমআর/এসএ