মাসুদ আলম: ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রাজধানীর গ্রিন রোডে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। পরে দুই পক্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ঢাকা কলেজে এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হন। বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ওই বাসের চালকও আহত হন। পরে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে আইডিয়াল কলেজের সামনে যান। এতে দু পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে প্রায় ১৫ থেকে ২০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, আইডিয়াল কলেজের সাইনবোর্ডটি খুলে টেনে নিয়ে যেতে দেখা যায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের। দফায় দফায় চলা এ সংঘর্ষের জেরে গ্রিন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ্ বলেন, বিভিন্ন সময় এ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়। এসব ঘটনার আফটার ইফেক্টই হলো এ সংঘর্ষ।
এমএ/এসবি২