মোস্তাফিজুর রহমান: যাত্রাবাড়ীর মাতুয়াইল ডোবা থেকে আব্বাস (৪৫) নামে মানুষিক ভারসাম্যহীন এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ছয় টার দিকে ময়লার বাগার (ডিপো) এলাকার ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজুল আলম শামিম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ভারসাম্যহীন ব্যক্তির বাসা ঐ এলাকাতেই। তিনি কিভাবে সেখানে গিয়ে ডোবায় পরে যান তা কেউ বলতে পারেনা।
পরে পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতদেহটি রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএ