শিরোনাম
◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৩:২২ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার রেলস্টেশনে চেকপোস্ট, চলছে পুলিশের তল্লাশি

পুলিশের তল্লাশি

জেরিন আহমেদ : রাজধানীর ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। চলছে তল্লাশি।বিভিন্ন জেলা থেকে ট্রেনে আসা যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। পুলিশ বলছে, আদালত থেকে জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনা ও বিজয় দিবসের নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে নিরাপত্তা চৌকি বসিয়ে পুলিশকে তল্লাশি চালাতে দেখা যায়। 

এদিকে আরকটি সূত্র জানায়, জঙ্গি পলায়ন ও বিজয় দিবসের নিরাপত্তার পাশাপাশি ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ কেন্দ্র করে স্টেশনে এ তল্লাশি  চালানো হচ্ছে। 

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুল হাসান জানান, আদালত থেকে জঙ্গি পালিয়ে যাওয়া ও বিজয় দিবসের নিরাপত্তার জন্য তল্লাশি শুরু করা হয়েছে। গত দুই দিন ধরে এটি চলছে। 

একই তথ্য জানান ঢাকা রেলওয়ে থানা কমলাপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস। অপর একটি সূত্র জানায়, কমলাপুর রেলওয়ে থানা পুলিশের দিন কাটছে এখন তল্লাশির ওপরে। যেসব যাত্রীদের সন্দেহ হচ্ছে তাকেই তল্লাশি করা হচ্ছে।

এরই অংশ হিসেবে সদরঘাট টার্মিনালে লঞ্চে লঞ্চে অভিযান, তল্লাশি চালাতে পারে নৌ পুলিশ। এছাড়া তাদের ঝটিকা তল্লাশি চলমান থাকবে নদীবন্দর এলাকায়।

সদরঘাট নৌ পুলিশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান বলেন, সদরঘাট টার্মিনাল পাশাপাশি বাবুবাজার ব্রিজ ও পোস্তগোলা ব্রিজের নদীবন্দর সদরঘাট নৌ পুলিশের অধীনে। এসব স্থানে আমাদের চলমান তল্লাশি ও ঝটিকা অভিযান রুটিন মাফিক হয়ে থাকে। সেটা চলমান আছে। এছাড়া অপরাধের সুনির্দিষ্ট কোন অভিযোগ পেলে যে কোনো লঞ্চ সদরঘাট টার্মিনালে নোঙর করার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান চালাই। সেই অভিযান একটি চলমান প্রক্রিয়া। 

জেএ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়