শিরোনাম
◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২২, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২২, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহবাগে এক মাদকাসক্তের ছুরিকাঘাতে অপরজন খুন

ছুড়িকাঘাতে খুন

মোস্তাফিজুর রহমান: রাজধানীর শাহবাগ থানাধীন হাইকোর্ট জাতীয় ঈদগাহ মাঠের গেট সংলগ্ন রাস্তায় ফুটপাতে মাদকাসক্তের ছুরিকাঘাতে মোঃ সুমন (৩৫) নামের এক মাদকাসক্ত খুন হয়েছে। এ ঘটনায় মোঃ রকি (৩২) নামে আরো মাদকাসক্ত যুবক আহত হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন শাহবাগ থানার উপকারীদর্শক এসআই মোঃ মাইনুল ইসলাম।

তিনি জানান, খবর পেয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে বিকেল সাড়ে ৫ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুমন কে ঘোষণা করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মাদকাসক্তদের মধ্যে কোন একটি বিষয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত রকি জরুরী বিভাগের চিকিৎসাধীন রয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। সেইসাথে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।

আহত রকি জানায়, বিকেলে ঈদগাহ মাঠের গেটে ফুটপাতে সুমনের কাছে হিরোইনের জন্য ৩০০ টাকা চায় দুই মাদকাসক্ত যুবক ও মাদক ব্যবসায়ী এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে সুমনের গলায় ছুরিকাঘাত করে, আমি বাধা দিতে গেলে আমারও পিঠে ছুরিকাঘাত করে দুই/তিনজন পালিয়ে যায়।

নিহত সুমনের বাড়ি নোয়াখালী মাইজদী বলে জানা গেছে। এছাড়া আহত রফির বাড়ি নোয়াখালী বলে জানা যায়। বর্তমানে তারা হাইকোর্ট মাজার এলাকায় ফুটপাতে থাকতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়