শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর দক্ষিণখানে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ  

মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা : রাজধানীর দক্ষিণখানে পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার, দ্বন্দ্ব ও ডিস ব্যবসা সংক্রান্ত বিরোধের জের হিসেবে প্রকাশ্যে এক ডিস ব্যবসায়ী কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  নিহতের নাম শাহজাহান ডিলার শেখ ওরফে জালাল (৪৫)। তিনি দক্ষিণখানের আশকোনা তালতলা ডিলার বাড়ির হাকিম ওরফে হাফিজ উদ্দিন ডিলার এর ছেলে। সে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানিয়েছে নিহতের পরিবার। হত্যাকাণ্ডের পরপরই ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ, এলিট ফোর্স  র‍্যাব, ডিবি ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করতে দেখা যায়।

সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) দিবাগত রাত আনুমানিক  ৮টা ২০ মিনিটের  দিকে দক্ষিণখানের নদ্দাপাড়ার তালতলা মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ, নিহতের পরিবার ও এলাকা বাসীরা গণমাধ্যমকে জানান, শাহজাহান শেখ বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি আশকোনা কমিউনিটি পুলিশের সভাপতি ও ডিশের ব্যবসা করতেন। ওই এলাকার ব্যবসায়ী মাহফুজুর রহমান মিয়াদ ও আজাদ সাংবাদিকদের জানান, ডিস ব্যবসায়ী শাহজাহান ডিলার সোমবার রাতে দক্ষিণখানের নদ্দাপাড়ার একটি গলি থেকে দৌ়ঁড়ে তালতলা মোড়ের দিকে আসেন। তখন ৫/৬ জন দুর্বৃত্ত পেছন থেকে দৌঁড়ে এসে তাঁকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে তাঁর মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে তিনি গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান।

এলাকাবাসীরা জানান, যাবার বেলায় দুর্বৃত্তরা ঘটনাস্থলে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ক্যাপ (টুপি) ফেলে যায় এবং মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, পূর্ব শত্রুতা, দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও ডিস ব্যবসা সংক্রান্ত বিরোধের জের হিসেবে এই খুনের ঘটনাটি ঘটে। হত্যাকান্ডের পর ঘটনাস্থলে উৎসুক জনতা, পথচারী ও এলাকাবাসীরা ভীড় করতে দেখা গেছে ।  

নিহতের পরিবার ও আত্মীয়রা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করছে পরিবার। তারা জানিয়েছে, কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রকাশ্যে কতিপয় দুষ্কৃতকারীরা ডিস ব্যবসায়ী ও যুবলীগ নেতা শাহজাহান ওরফে জালালকে কুপিয়ে হত্যা করে কৌশলে পালিয়ে গেছে। এঘটনায় দক্ষিণখান থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেপ্তার করতে পারেনি।

এদিকে ডিএমপির দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, কতিপয় অজ্ঞাতনামা দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে শাহজাহান শেখ ওরফে জালালকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে। যার কারণে (তিনি) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে ।

পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, নিহতের মরদেহ (লাশের) সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হবে। অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের শনাক্তকরণসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়