শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২২, ০১:৪৯ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২২, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে গণপরিবহন সংকট, পথে পথে ভোগান্তি

রাজধানীতে গণপরিবহন সংকট

মাসুদ আলম: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে রাজধানীর সড়কে শনিবার সকাল থেকে বাস চলাচল কম। যাত্রীরা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেই বাস পাচ্ছেন না।  বাসে নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। 

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ১০ থেকে ১৫ জন করে মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে বাসের অপেক্ষায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর কোনো কোনো রুটে একটি বাস এলেও সেটিতে ওঠার আশায় ছুটে যাচ্ছেন অনেক বেশি মানুষ। সেসব বাসগুলো আগে থেকে যাত্রীতে পরিপূর্ণ হয়ে আসছে। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাসগুলোতে কেউ উঠতে পারছেন না। অনেকক্ষণ পর কোনো বাস এলে তাতে হুমড়ি খেয়ে পড়ছিলেন যাত্রীরা। বাস না পেয়ে অনেক পাঁয়ে হেটে গন্তবে যান। 

এদিকে সড়কে গণপরিবহন কম থাকায় সিএনজি, রাইড শেয়ারিং ও রিকশা চালকরা অতিরিক্ত ভাড়া যাচ্ছেন। অ্যাপে পাওয়া  যাচ্ছে না বাইক। আবার অ্যাপে ভাড়া ২শ টাকা এলে চাওয়া হচ্ছে সাড়ে ৩শ টাকা। অ্যাপে নয় চুক্তিভিত্তিক যাচ্ছে। তাছাড়া সড়কে ভাড়ায় চালিত বাইকের সংখ্যাও কম দেখা যায়। 

পাঠাও চালক বিল্লাল হোসেন বলেন, অ্যাপে আগের ভাড়াই দেখাচ্ছে। কিন্তু তেলের দাম তো বেড়েছে। এছাড়া কোম্পানিকে ২৫% হিসেবে দিতে হবে। তাই সবাই চুক্তিতে যেতে যাচ্ছেন।  

একাধিক যাত্রীরা বলেন, সড়কে গণপরিবহন কম থাকায় সিএনজি,বাইকাররা ও রিকশা চালকরাও সুযোগ নিচ্ছেন। দেড়শ টাকার ভাড়া ৩শ টাকা যাচ্ছেন।  সরকার আগে বাসভাড়া ঠিক না করে তেলের দাম বাড়ানোতেই সমস্যা। শনিবারের মধ্যে ভাড়া ঠিক না করা হলে কাল রোববার বাসে বাসে যাত্রীদের সঙ্গে মারামারি লাগবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়