শিরোনাম
◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২২, ০১:৪৯ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২২, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে গণপরিবহন সংকট, পথে পথে ভোগান্তি

রাজধানীতে গণপরিবহন সংকট

মাসুদ আলম: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে রাজধানীর সড়কে শনিবার সকাল থেকে বাস চলাচল কম। যাত্রীরা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেই বাস পাচ্ছেন না।  বাসে নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। 

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ১০ থেকে ১৫ জন করে মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে বাসের অপেক্ষায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর কোনো কোনো রুটে একটি বাস এলেও সেটিতে ওঠার আশায় ছুটে যাচ্ছেন অনেক বেশি মানুষ। সেসব বাসগুলো আগে থেকে যাত্রীতে পরিপূর্ণ হয়ে আসছে। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাসগুলোতে কেউ উঠতে পারছেন না। অনেকক্ষণ পর কোনো বাস এলে তাতে হুমড়ি খেয়ে পড়ছিলেন যাত্রীরা। বাস না পেয়ে অনেক পাঁয়ে হেটে গন্তবে যান। 

এদিকে সড়কে গণপরিবহন কম থাকায় সিএনজি, রাইড শেয়ারিং ও রিকশা চালকরা অতিরিক্ত ভাড়া যাচ্ছেন। অ্যাপে পাওয়া  যাচ্ছে না বাইক। আবার অ্যাপে ভাড়া ২শ টাকা এলে চাওয়া হচ্ছে সাড়ে ৩শ টাকা। অ্যাপে নয় চুক্তিভিত্তিক যাচ্ছে। তাছাড়া সড়কে ভাড়ায় চালিত বাইকের সংখ্যাও কম দেখা যায়। 

পাঠাও চালক বিল্লাল হোসেন বলেন, অ্যাপে আগের ভাড়াই দেখাচ্ছে। কিন্তু তেলের দাম তো বেড়েছে। এছাড়া কোম্পানিকে ২৫% হিসেবে দিতে হবে। তাই সবাই চুক্তিতে যেতে যাচ্ছেন।  

একাধিক যাত্রীরা বলেন, সড়কে গণপরিবহন কম থাকায় সিএনজি,বাইকাররা ও রিকশা চালকরাও সুযোগ নিচ্ছেন। দেড়শ টাকার ভাড়া ৩শ টাকা যাচ্ছেন।  সরকার আগে বাসভাড়া ঠিক না করে তেলের দাম বাড়ানোতেই সমস্যা। শনিবারের মধ্যে ভাড়া ঠিক না করা হলে কাল রোববার বাসে বাসে যাত্রীদের সঙ্গে মারামারি লাগবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়