শিরোনাম
◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি ◈ রাজধানীতে আবারও বাসে আগুন  ◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৩:৪৮ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশান লেকের পাশে ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা

জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটিকে পরিকল্পিত হত্যা বলছেন তার রাজনৈতিক সতীর্থরা।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গুলশানের ৫৫ নং রোডের শেষ মাথায় লেকের পাশের ওয়াকওয়ে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সৌরভের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। তিনি ওই উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ৩-৪ জন সৌরভকে কুপিয়ে হত্যা করে। তার শরীরে ১০-১১টি কোপ দেওয়া হয়।

ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ জানান, রাতে সৌরভ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, রাত ১১টা ৪০ মিনিটে খবর পেয়ে রাত ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে কোপানো হয়েছিল।

এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাওসার হোসেন বাংলানিউজকে বলেন, সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জাতীয়তাবাদী আদর্শের নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। রাত সাড়ে ৭টার দিকে সৌরভের সঙ্গে আমাদের এক ছোট ভাইয়ের কথা হয়। তখন তিনি জানিয়েছিলেন, রুবেল নামের একজনের সঙ্গে দেখা করতে গুলশান লেকে গেছেন।

কারও সঙ্গে রাজনৈতিক বিরোধ ছিল কি না, জানতে চাইলে কাওসার বলেন, রাজনীতিতে পক্ষ ও প্রতিপক্ষ থাকে। সৌরভেরও ছিল। তবে সম্প্রতি বাড়িওয়ালার মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। আমরা নিশ্চিত নই ঠিক কীভাবে ঘটনা ঘটেছে। ঘটনাস্থল সিসিটিভির আওতায় রয়েছে। প্রকৃত হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সৌরভের ভগ্নিপতি মো. মাসুম বিল্লাহ বলেন, আমরা থানায় এসেছি। ঘটনাটি নিয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করবে বলে আশা করছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়